বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

থেরেসার বিষয়ে অনাস্থা বাড়ছে ভোট চান কয়েকজন এমপি

ব্রেক্সিট চুক্তির শেষ দেখে ছাড়বেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
যাযাদি ডেস্ক
  ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের নেতৃত্বের প্রতি অনাস্থা (নো কনফিডেন্স) জানিয়ে কনজারভেটিভ পাটির্র চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডিকে চিঠি পাঠিয়েছেন কয়েকজন এমপি। গত জুন মাসে এমন কয়েকটি চিঠি পাঠানোর কথা জানা গেলেও সম্প্রতি আরও কয়েকজন এমপি আস্থা ভোট ডাকার আহŸান জানিয়েছেন। ঠিক কত জন এমপি চিঠি পাঠিয়েছেন ব্র্যাডি তা না জানলেও এমপিদের কয়েকজন নিজেরাই সেটা প্রকাশ করেছেন। সংবাদসূত্র : বিবিসি, ট্রিবিউন, রয়টাসর্

৪৮ জন অনাস্থা জানিয়ে চিঠি পাঠালেই থেরেসা মের বিরুদ্ধে ভোটের আয়োজন করা হবে। ৩১৫ জন এমপির মধ্যে ১৫৮ জন এমপি বিরুদ্ধে ভোট দিলেই নেতৃত্ব থেকে সরে যেতে হবে তাকে।

থেরেসা মে যেভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করতে চাইছেন, তা নিয়ে মতবিরোধে তার সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ২০১৮ সালের জুলাই মাসে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস, তার পরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। নভেম্বরের ৯ তারিখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী জো জনসন। ১৫ নভেম্বর পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব, স্টেট ফর ওয়াকর্ অ্যান্ড পেনসন মন্ত্রী এসথার ম্যাকভে, ব্রেক্সিট মন্ত্রণালয়ের আরেক মন্ত্রী সুয়েলা ব্রাভেরম্যান এবং নদার্নর্ আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শৈলেশ ভারা। আপত্তির মূল বিষয় হয়ে দেখা দিয়েছে নদার্নর্ আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য শুল্কের বিধানটি। নদার্নর্ আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ হলেও থেরেসা মের সবের্শষ ব্রেক্সিট বাস্তবায়ন পরিকল্পনায় অঞ্চলটিতে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক ব্যবস্থা কাযর্কর রাখার কথা বলা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। মে বুধবার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) খসড়া চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন পেলেও কয়েক ঘণ্টার মধ্যেই সব উল্টে যায়।

তবে থেরেসা মে বলেছেন, ‘আমি এর শেষ দেখে ছাড়ব’। ব্রাসেলসে চুক্তিটি সই করানো ছাড়াও এতে এমপিদের সমথর্ন আদায়ের অঙ্গীকার করেছেন তিনি। তার ব্রেক্সিট চুক্তি ‘দেশের জন্য সবচেয়ে ভালো এবং সঠিক বলেও’ দাবি করেছেন মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22770 and publish = 1 order by id desc limit 3' at line 1