বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

কেবিনে ধেঁায়া, মেলানিয়ার

বিমানের জরুরি অবতরণ

যাযাদি ডেস্ক

মাকির্ন ফাস্টর্ লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণ করেছে। বুধবার মেলানিয়া ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। বিমানে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, কেবিনে ধেঁায়া দেখা দেয়ায় বিমানটি ওড়ার ১০ মিনিট পর মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমানঘঁাটিতে জরুরি

অবতরণ করে।

মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টিফেনি গ্রিসাম বলেন, বিমানে সামান্য কারিগরি ত্রæটি দেখা দিয়েছিল। ফাস্টর্ লেডিসহ সবাই সুন্দর এবং নিরাপদে আছেন। তিনি জানান, ফিলাডেলফিয়ার একটি হাসপাতাল পরিদশর্ন করার কথা ছিল মেলানিয়ার। বতর্মানে তিনি শিশুদের কল্যাণে একটি ক্যাম্পেইনে (প্রচারণা) অংশ নিচ্ছেন। সংবাদসূত্র: এনডিটিভি

আকবরকে ৩১ অক্টোবর

হাজিরার নিদের্শ

যাযাদি ডেস্ক

সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে করা এম জে আকবরের মানহানির অভিযোগ মামলা আমলে নিয়েছে দিল্লির আদালত। আগামী ৩১ অক্টোবর নিজের বয়ান নথিভুক্ত করার জন্য ভারতের সাবেক কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবরকে আদালতে হাজির হওয়ার নিদের্শ

দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে করা আকবরের মানহানির মামলার শুনানি শুরু হয় দিল্লির পাতিয়ালা হাউস কোটের্। ২০ বছর আগে বুধবার পদত্যাগী প্রতিমন্ত্রী তাকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ করেছিলেন প্রিয়া।

তার বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর বুধবারই আকবর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আকবরের আইনজীবী গীতা লুথরা আদালতে বলেন, রমানির টুইটে আকবরের সম্মানের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার জন্যই তাকে পদত্যাগ করতে হয়েছে। ৪০ বছর ধরে সাংবাদিক হিসেবে আকবরের যে সুনাম তৈরি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন পেশায় খ্যাতিমান নারীরা সম্প্রতি হ্যাশট্যাগ মি-টু আন্দোলন শুরু করেছেন। যার প্রথম বলি হয়েছেন আকবর। সংবাদসূত্র: ইনডিয়ান এক্সপেস

শবরীমালা মন্দির

কেরালায় বন্ধের ডাক

জারি ১৪৪ ধারা

যাযাদি ডেস্ক

ভারতের কেরালায় প্রাচীন শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশ ঠেকাতে একাধিক সংগঠন বৃহস্পতিবার রাজ্যজুড়ে বন্ধ ডাকে। আর এই বন্ধে সমথর্ন দিয়েছে বিজেপি।

এর আগে, প্রশাসনের আশ্বাস ও নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা থাকলেও বুধবার শবরীমালা মন্দিরের ধারেকাছেও ঘেঁষতে পারেনি নারীরা। মন্দিরের ঐতিহ্য রক্ষায় মরিয়া একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিক দলের কমীর্রা দেশটির সুপ্রিম কোটের্র রায়কে অমান্য করে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় কাযর্ত দাপিয়ে বেড়ায়। তারই ধারাবাহিকতায় রাজ্যের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এদিকে, শবরীমালা মন্দিরের দ্বিতীয় দিন সববয়সী নারীদের মন্দিরে প্রবেশ ঠেকাতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বন্ধের ডাক দেয় একাধিক সংগঠন।

এদিকে, বিক্ষোভকারীদের হুমকি উপেক্ষা করেই বৃহস্পতিবার মন্দিরের উদ্দেশে রওনা দেন সুহাসিনী রাজ। পেশায় ‘নিউইয়কর্ টাইমস’র সাংবাদিক তার এক সহকমীের্ক নিয়ে যান শবরীমালায়। পুলিশের নিরাপত্তায় তারা মন্দিরের কাছাকাছি যেতে পারলেও পরে বিক্ষোভকারীদের চাপে থেকে তাদের ফিরে আসতে হয়। পুলিশ জানিয়েছে, পেশাগত কারণে সেখানে

গিয়েছিলেন সুহাসিনী।

উল্লেখ্য, কেরালায় ঐতিহাসিক শবরীরমালা মন্দিরে এতদিন নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সম্প্রতি দেশটির সুপ্রিম কোটর্ জানায়, মন্দিরে নারীদের প্রবেশে কোনো বাধা নেই। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন এই রায় মানেনি। সংবাদসূত্র: ইনডিয়া টাইমস

ইয়ামিনের দেশ ছাড়ার

ওপর নিষেধাজ্ঞা দাবি

যাযাদি ডেস্ক

প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পুলিশের প্রতি আহŸান জানিয়েছে মালদ্বীপের বিরোধী দল। নিবার্চনে পরাজয়কে আদালতে করা চ্যালেঞ্জে হেরে যাবার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইয়ামিন। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধীদলের পক্ষ থেকে এই আহŸান জানানো হয়।

গত ২৩ সেপ্টেম্বরের নিবার্চনে ভারতের অন্যতম মিত্র ইব্রাহিম মোহাম্মদ সোলিহর কাছে পরাজিত হন ইয়ামিন। প্রতিদ্ব›দ্বীর চেয় ১৬ শতাংশ কম ভোট পান মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট ইয়ামিন। যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নও এই ফলকে স্বাগত জানালেও নিবার্চনে নানা অনিয়মের অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ইয়ামিন। এনিয়ে আদালতে মামলাও দায়ের করেন তিনি। বুধবার তার সেই মামলা খারিজ করে দিয়েছে দেশটির সবোর্চ্চ আদালত।

আগামী ১৭ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার আগ পযর্ন্ত দায়িত্ব পালনের ঘোষণা দিলেও মামলায় হেরে পদত্যাগ করবেন বলে জানান। সংবাদসূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18217 and publish = 1 order by id desc limit 3' at line 1