logo
বৃহস্পতিবার ২৭ জুন, ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০  

খাশোগি : ঝুঁকিতে সৌদির সঙ্গে পশ্চিমা সম্পকর্

সৌদি সরকারের কট্টর সমালোচক জামাল খাশোগির তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে রহস্যজনক নিখেঁাজ নিয়ে বিপাকে পড়েছে রিয়াদ। এই ঘটনা শুধুমাত্র সৌদি আরব এবং তুরস্কের সম্পকের্ তিক্ততা আরও বাড়িয়েছে তা নয়, পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের সম্পকর্ও এখন ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদসূত্র : বিবিসি নিউজ

বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান পশ্চিমা বিশ্বে যে একটি ইতিবাচক ভাবমূতির্ গড়ার চেষ্টায় ছিলেন, সেই চেষ্টাও ঝুঁকির মধ্যে পড়েছে।

ঘটনাটি এরই মধ্যেই সৌদি আরব এবং তুরস্কের মধ্যে তিক্ততা বাড়িয়েছে। তুরস্ক বিশ্বাস করছে, সৌদি কনস্যুলেটের ভেতরে খাশোগিকে খুন করার পর তার লাশ গুম করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণ হলে দুই দেশের মধ্যে তিক্ততা চরম পযাের্য় যাবে। কিন্তু সৌদি আরবের ব্যাপারে পশ্চিমাদের যে অন্ধ সমথর্ন ছিল, তাতেও চির ধরতে পারে বলে বিশ্লেষকরা বলছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য বিষয়টি নিয়ে সৌদি আরবের কাছে জরুরি জবাব চায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে