logo
  • Mon, 19 Nov, 2018

  যাযাদি ডেস্ক   ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ওয়াশিংটনে বন্ধ করে দেয়া হলো ফিলিস্তিনি মিশন

যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ফিলিস্তিনের ক‚টনৈতিক মিশন বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে। তবে এ বন্ধ ক্ষণস্থায়ী হবে বলে তারা আশা করছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন

ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখার লক্ষ্যে সোমবার মাকির্ন পররাষ্ট্র দপ্তরের কমর্কতার্রা মিশনটি বন্ধ করে দেয়ার নিদের্শ দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এটি ছিল সবের্শষ ঘটনা। গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে বিতকির্ত নগরী জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ওয়াশিংটনের সঙ্গে সম্পকর্ ছিন্ন করে।

‘আমেরিকার মহান জনগণের উদ্দেশে’ ফেসবুকে দেয়া এক ভাষণে ফিলিস্তিন মুক্তি সংস্থা মিশনের প্রধান হুসাম জুমলত বলেন, ‘আজ ফিলিস্তিনি মিশন বন্ধের দিন ধাযর্ করা ছিল।’ ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধে যুক্তরাষ্ট্রের এমন ‘দুঃখজনক ও প্রতিহিংসাপূণর্’ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জুমলত।

প্রতিদ্ব›দ্বী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া প্রথম চুক্তি অসলো চুক্তির ২৫তম বাষির্কীতেই মিশনটি বন্ধ করে দেয়া হয়। তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল ওই চুক্তিতে। সম্পকের্র তিক্ততার কারণে তাদের মধ্যে শান্তি আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে