শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
করোনার বিশ্বচিত্র

একদিনে দুই লাখ আক্রান্তের রেকর্ড

আক্রান্তদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতের নতুন কেন্দ্র মেক্সিকোতে মৃতু্য ৩০ হাজার ছাড়াল
যাযাদি ডেস্ক
  ০৬ জুলাই ২০২০, ০০:০০
আপডেট  : ০৬ জুলাই ২০২০, ১০:৪৯

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে প্রথমবারের মতো একদিনে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে সারা বিশ্বে। নতুন আক্রান্তের মধ্যে বেশিরভাগই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে দুই লাখ ১২ হাজার ৩২৬ জন। এর আগে একদিনে সর্বোচ্চ এক লাখ ৮৯ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছিল জুনের শেষ সপ্তাহে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, এএফপি ডবিস্নউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে শুধু আমেরিকা মহাদেশে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোতে। এছাড়া ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনাক্ত হয়েছে প্রায় ২৮ হাজার। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়াল্ডোমিটার'র তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১৩ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি মারা গেছে পাঁচ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে অন্তত ৬১ লাখ। বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৮ হাজারের বেশি। মৃতু্য হয়েছে এক লাখ ৩২ হাজারের বেশি লোকের। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃতু্য উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৫ লাখ ৭৮ হাজারের বেশি। আর মৃতু্য ৬৪ হাজার ছাড়িয়েছে। ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃতু্য বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮৬ হাজারের বেশি। আর মৃতু্য ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতু্য বিবেচনায় চতুর্থ অবস্থান ইউরোপের আরেক দেশ ইতালির। আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। ইতালিতে রোববার বিকাল পর্যন্ত আক্রান্ত দুই লাখ ৪২ হাজারের বেশি এবং মৃতু্য হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষের। করোনায় আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃতু্য হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ ফ্রান্স ও স্পেন। এছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় ছয় লাখ ৮২ হাজার, মারা গেছে ১০ হাজারের বেশি। ফের করোনায় আক্রান্তের রেকর্ড গড়ল ভারত এদিকে, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিনই রেকর্ড গড়ছে। দেশটিতে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা যেখানে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল, গত দুইদিন ধরে তা ২২ থেকে ২৪ হাজার ছুঁয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টার নিরিখে যা সর্বাধিক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ছয় লাখ ৭৩ হাজার। আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি মৃতু্য ১৯ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে মোট মৃতু্য হলো ১৯ হাজার ২৬৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃতু্য হয়েছে আট হাজার ৬৭১ জনের। প্রাদুর্ভাবের প্রথম থেকেই এই রাজ্য কার্যত সংক্রমণের শীর্ষে ছিল। এরপর সময় যত গড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও তত বাড়ছে। রাজধানী দিলিস্নতে ধারাবাহিকভাবে মৃতের সংখ্যা বেড়ে রোববার তিন হাজার ছাড়িয়েছে। এছাড়া তালিকায় শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশে ৭৭৩ জন, পশ্চিমবঙ্গে ৭৩৬ জন ও মধ্যপ্রদেশে ৫৯৮ জনের মৃতু্য হয়েছে। মেক্সিকোতে মৃতু্য ৩০ হাজার ছাড়াল অন্যদিকে, করোনাভাইরাস মহামারির নতুন উপকেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসে আরও ৫২৩ জনের মৃতু্যর খবর জানায়। পরদিন রোববার মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এদিন আরও ছয় হাজার ৯১৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ১৬৫ জনে। শনাক্ত রোগীর চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা যে উলেস্নখযোগ্যভাবে বেশি হতে পারে, তা আগেই জানিয়েছিল মেক্সিকো সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে