শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
fviZ-Pxb Ø›Ø

কী ঘটছে দেশকে খুলে বলুন, কেন্দ্রকে রাহুল

যাযাদি ডেস্ক
  ৩০ মে ২০২০, ০০:০০

ভারত ও চীনের মধ্যে লাদাখসহ সীমান্ত পরিস্থিতি নিয়ে ঠিক কী ধরনের ঘটনা ঘটছে, সে বিষয়ে গোটা দেশকে স্পষ্ট করে জানানোর আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে এই আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদসূত্র : এনডিটিভি চলতি মাসের শুরুর দিকে লাদাখে ভারত-চীন দুই দেশের সেনার মধ্যে হাতাহাতির ঘটনা থেকে উত্তেজনা ছড়ায়। এরপরই ভারত ও চীনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অনেকে মনে করছেন। চীনের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই ফের মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের সাবেক সভাপতি। তিনি টুইটে 'পরিষ্কার ভাবে ভারতের ক্ষেত্রে ঠিক কী ঘটছে তা বলার জন্য' কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাহুলের মতে, কেন্দ্র এই ইসু্যতে নীরব থাকায় ভারতের নানা স্তরে 'ব্যাপক জল্পনা ও অনিশ্চয়তা' দেখা দিয়েছে। এমনিতেই ভারতে করোনাভাইরাস মহামারি রূপে দেখা দিয়েছে, তার সঙ্গে লাগাতার লড়াই করেও দেশের ১.৬ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এরই মধ্যে ভারত-চীনের সীমান্ত সমস্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর মধ্যে। এর আগেই অবশ্য ভারতীয় জাতীয় কংগ্রেস লাদাখের পরিস্থিতিকে 'গুরুতর জাতীয় উদ্বেগ' হিসেবে বর্ণনা করে। তার ঠিক দুদিন পরে রাজিব-সোনিয়া পুত্র রাহুল এবার সরকারকে গোটা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে জানানোর আহ্বান জানান। টুইটে তিনি জানান, 'চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা এই সংকটের মধ্যে আরও ব্যাপক জল্পনা ও অনিশ্চয়তাকে জোরদার করছে। ভারত সরকারকে পরিস্থিতি পরিষ্কার করে জানাতে হবে এবং ভারতের ক্ষেত্রে ঠিক কী ঘটছে, তা জানাতে হবে সরকারকে।' গত মঙ্গলবারও প্রায় এমন ধরনের অনুরোধ করেছিলেন রাহুল। ওই দিন সরকারকে স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস নেতা বলেন, এই সংকটময় সময়ে কেন্দ্রের পক্ষ থেকে আরও 'স্বচ্ছতার প্রয়োজন' আছে। তবে সেই সময় বিষয়টি নিয়ে কংগ্রেস এমপি খুব বেশি কথা বলেননি। তখন তিনি বলেন, ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে কোনো মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে আগে ভালো করে জানতে চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে