শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকার উত্তর-দক্ষিণ নির্বাচন

ভোটার খরায় দুই সিটির ভোট

যাযাদি রিপোর্ট
  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
শনিবার ঢাকা উত্তর সিটি নির্বাচনে মিরপুর-১২ এমডিসি মডেল ইনস্টিটিউট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম -যাযাদি

সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু ভোটারের কোনো লাইন নেই। ভোট গ্রহণ কাজে দায়িত্বরত ব্যক্তিরা বসে আছেন। মাঝেমধ্যে দু-একজন ভোটার উপস্থিত হন। ভোট দিয়ে চলে গেলে আবার অপেক্ষা করেন পরবর্তী ভোটারের জন্য। এই চিত্র রাজধানীর বেইলি রোড এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে মোট তিনটি কেন্দ্র রয়েছে। নিচতলায় অবস্থিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করে জানা গেল, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৭ শতাংশ। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় ভোট শুরুর পর নগরীর বিভিন্ন এলাকার বেশ কিছু কেন্দ্রে ঘুরে পাওয়া গেছে এমন চিত্র। ইভিএমে ভোট দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এজি চার্চ কেন্দ্রের চার নম্বর কক্ষে ৩৩৩ জন ভোটারের মধ্যে সকাল ১০টা ২৬ মিনিট পর্যন্ত ভোট দেন মাত্র ১২ জন। সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও বলেছেন, ভোটার উপস্থিতি 'এখন পর্যন্ত' ভালো না। সময় গড়ালে উপস্থিতি বাড়বে বলে আশা তার। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের কেন্দ্র উত্তরার নবাব হাবিবুলস্নাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে প্রথম ঘণ্টায় ভোট পড়ে মাত্র দুটো। যেখানে মোট ভোট ৩৭৬টি। আরেকটি ভোটকক্ষে ৩৭২ ভোটের মধ্যে সকাল সাড়ে নয়টা পর্যন্ত পড়ে মাত্র একটি। অন্যদিকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ভোটকক্ষে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়ে মাত্র তিনটি, যেখানে মোট ভোটার ৩৪০ জন। সকাল সাড়ে ৮টায় ওই কেন্দ্র ঘুরে দেখা যায়, ভেতরে-বাইরে আওয়ামী লীগ সমার্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা অবস্থান করছেন। পুলিশ উপস্থিত থাকলেও তাদের তৎপরতা ছিল না। দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং হাজারীবাগের সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। ভোটারের উপস্থিতি কম হওয়ার জন্য সকালের শীতকে দায়ী করেছেন দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ভোটগ্রহণ শুরুর সোয়া দুই ঘণ্টার মাথায় তিনি সাংবাদিকদের বলেন, 'শীতের কারণে ভোটারের উপস্থিতি কম। ১১টার পর কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছি।' সকাল সকাল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মিনু রহমান। তিনি বলেন, 'ইভিএমএ ভোট দেওয়া অনেক সহজ। ভোট দিয়ে মুক্ত হলাম, বাসার কাজ মনোযোগ দিয়ে করতে পারব।' এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রতন চন্দ্র পাল বলেন, তার কেন্দ্রের আটটি বুথে ভোটার সংখ্যা ২৬৭৮। ঠিক সময় শুরু হয়েছে ভোট। মেশিন ঠিক আছে। নিরাপত্তাও ভালো। নির্বাচনী সংঘর্ষে আহত ১৬ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১৬ জনের মতো আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের বেশিরভাগই ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। এছাড়া দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তাদের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার রাতে ডেমরা কোনাপাড়ার ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আনারস মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরা চৌধুরী, তার স্বামী আতিকুর রহমান, ছোট ভাই মাসুম চৌধরী ও তার সমর্থক রাসেলকে বিএনপি সমর্থিত প্রার্থী নিলুফার ইসলামের (মোবাইল মার্কা) সমর্থকরা কিল-ঘুষি মেরে আহত করে। রাত আড়াইটার দিকে তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে রাতেই তারা হাসপাতাল থেকে চলে যান। সকালে তেজগাঁও নাখালপাড়ার শাহিনবাগ সিভিল অ্যাভিয়েশন স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মঞ্জুর সমর্থকের ইট-পাটকেলের আঘাতে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফ উদ্দিন কাঞ্চনের সমর্থক সাখাওয়াত হোসেন খোকন (৪৫) মাথায় আঘাত পেয়েছেন। একই ঘটনায় মঞ্জুর সমর্থক আ. মালেকও (৬২) আহত হন। সাখাওয়াত হোসেনের অভিযোগ, কেন্দ্রে ঢুকতে চাইলে তাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। কাঠালবাগান এলাকার খান হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারধরের শিকার হয়ে বিএনপির কাউন্সিলর সমর্থক দুইজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন আতিক (৩৫), তার মাথায় আঘাত লেগেছে। এছাড়া নাসির উদ্দিন (৩৩) নামে একজনের শরীরে কিল-ঘুষির আঘাত রয়েছে। সেগুনবাগিচা আইডিয়াল স্কুল কেন্দ্রে বিএনপির এজেন্ট খলিলুর রহমানকে (৩২) ঢুকতে না দিয়ে মারধরের অভিযোগ করা হয়েছে। এছাড়া লালমাটিয়া মহিলা উচ্চ বিদ্যালয়ের পেছনে ভোর ৪টার দিকে মোহাম্মদপুর ২৯, ৩০ ও ৩২ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুজি জয়ীতার (হেলিকপ্টার মার্কা) পোস্টার লাগানোর কাজ করার সময় ৩২ নং ওয়ার্ডের হাসানুল ইসলাম রাষ্ট্রন (ঠেলাগাড়ী মার্কা)-এর লোকজনের ছুরিকাঘাতে রনি (১৭) ও শিপন (১৯) আহত হন। তাদের বাম হাতে এবং মুখমন্ডলে ছুরির আঘাতের জখম রয়েছে। শনিবার মোহাম্মদপুর এলাকায় নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় আহত হন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন (৩২)। তার মাথায় আঘাত রয়েছে। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকায় ভোটকেন্দ্রে আহত হন দুজন। তারা হলেন মিরাজ (৩৫) সাদ্দাম হোসেন (২৫)। যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী (৩০) নামের একজন আহত হয়। সে আওয়ামী লীগ সমর্থক বলে দাবি করে। যাত্রাবাড়ী ৪৯ নম্বর ওয়ার্ডে আহত হন সাগর (২৩) নামের এক যুবক। তিনি জাতীয় পার্টির সমর্থক বলে দাবি করেন। দুপুরে আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন কেন্দ্রে আহত হন ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের হোসেন শ্যামল (২৫)। তার দাবি বিএনপির নেতা-কর্মীরা তাকে মারধর করেছে। ফুটেজ দেখে ব্যবস্থা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত ও আইনগত ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেনর্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্(যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুমনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, 'রাজধানীর মোহাম্মদপুর সাদেকখান রোড এলাকায় এক কাউন্সিলরের সমর্থকদের হামলায় আহত হয়েছেন সুমন। এমনটি শোনার পরই তাকে দেখতে আসি।' তিনি বলেন, 'ক্রাইম রিপোর্টার ও আমরা একই রকম শঙ্কায় থাকি। অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। আমি তাকে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্টও ভালো আছে। আশা করছি তিনি দ্রম্নত সুস্থ হয়ে যাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে