বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

মুর্শিদকুলী খান আমলের মসজিদ
নতুনধারা
  ০১ জানুয়ারি ২০২০, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো সপ্তম অধ্যায় ৭২। মধ্যযুগের শাসকগণের নিজ নিজ রাজ্যের মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের যৌক্তিক কারণ হলো- (র) আভিজাত্য প্রকাশ (রর) মুসলমানদের ঐক্য গঠন (ররর) ধর্মীয় চেতনার প্রসার। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর। সঠিক উত্তর: (খ) রর ও ররর ৭৩। মধ্যযুগে কীভাবে বিদেশের লেনদেন হতো? (ক) ব্যাংকের মাধ্যমে (খ) হাতে হাতে (গ) পোস্ট অফিসের মাধ্যমে (ঘ) হুন্ডির মাধ্যমে সঠিক উত্তর: (ঘ) হুন্ডির মাধ্যমে। ৭৪। বাংলার নবাবী শাসনের অবসানের পিছনে কোন কারণটি অধিক দায়ী? (ক) শাসকবর্গের অযোগ্যতা (খ) শাসকবর্গের অদক্ষতা (গ) শাসকবর্গের নৈতিক অবনতি (ঘ) শাসকবর্গের স্বেচ্ছাচারিত। সঠিক উত্তর: (গ) শাসকবর্গের নৈতিক অবনতি ৭৫। মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো? (ক) বর্ণ প্রথা (খ) বহুবিবাহ (গ) দুর্গাপূজা (ঘ) অন্নপ্রাশন। সঠিক উত্তর: (ক) বর্ণ প্রথা ৭৬। মধ্যযুগে বাংলার সমাজব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল- (র) প্রযুক্তি নির্ভর (রর) ধর্মীয় আচ্ছাদনা (ররর) সাহিত্য মনোভাব নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) রর ও ররর ৭৭। বিত্তশালী পরিবারে নিয়মিত কিসের চর্চা হতো? (ক) শিল্প ও সংস্কৃতির (খ) ধর্মচর্চা (গ) সাহিত্যর (ঘ) গানের সঠিক উত্তর: (ক) শিল্প ও সংস্কৃতির ৭৮। ছোট সোনা মসজিদ নির্মাতা হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য? (ক) নুসরত শাহ (খ) ওয়ালী মুহম্মদ (গ) হুসেন শাহ (ঘ) আলাউদ্দীন হুসেন শাহ সঠিক উত্তর: (খ) ওয়ালী মুহম্মদ ৭৯। বেগম বাজার মসজিদ নির্মাণের আমল কোনটি? (ক) মুঘল আমল (খ) শেরশাহের আমল (গ) শায়েস্তা খানের আমল (ঘ) মুর্শিদকুলী খানের আমল সঠিক উত্তর: (ঘ) মুর্শিদকুলী খানের আমল। ৮০। মধ্যযুগে দেশের বিভিন্ন স্থানে দরগাহ প্রতিষ্ঠার যৌক্তিক কারণ কোনটি? (ক) ধর্মপ্রসার (খ) ধর্মীয় আলোচনা (গ) ধর্মসাধনা (ঘ) ধর্ম ব্যবসায় সঠিক উত্তর: (গ) ধর্মসাধনা ৮১। মধ্যযুগে অনেক হিন্দু ফরাসি ভাষায় শিক্ষা গ্রহণের কারণ কোনটি? (ক) সরকারি চাকরি লাভ (খ) পান্ডিত্য অর্জন (গ) আভিজাত্য প্রকাশ (ঘ) রাজসভায় চাকরি সঠিক উত্তর: (ক) সরকারি চাকরি লাভ ৮২। মুসলমান শাসকরা শাসনকালকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন (র) বিভিন্ন প্রাসাদ (রর) বিভিন্ন মসজিদ (ররর) বিভিন্ন দরগাহ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৮৩। কাটারা কী হিসেবে সমর্থনযোগ্য? (ক) রান্নাঘর (খ) বিশ্রামঘর (গ) অতিথিশালা (ঘ) স্নানঘর। সঠিক উত্তর: (গ) অতিথিশালা ৮৪। বাংলাভাষায় চৈতন্য ভগবতের প্রথম রচিয়তা কে? (ক) রাজা গণেশ (খ) বৃন্দাবন দাস (গ) কানাহরি দত্ত (ঘ) কৃত্তিবাস সঠিক উত্তর: (খ) বৃন্দাবন দাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে