logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  চাটমোহর (পাবনা) সংবাদদাতা   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

পাবনার চাটমোহরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রনজিত চন্দ্র সেন ওরফে শম্ভু সেন (৭৮) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাটমোহর পৌর শহরের সাহাপাড়া মহলস্নায় এ ঘটনা ঘটে। নিহত রনজিত সেন শম্ভু ওই মহলস্নার মৃত রমেশ চন্দ্র সেনের ছেলে ও চাটমোহর ভূমি অফিসের অবসরপ্রাপ্ত এমএলএসএস ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে রনজিত সেন শম্ভু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে আর পাননি। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকৎসক মৃত ঘোষণা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে