বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে খালাস পেলেন বড় মিজান

নতুনধারা
  ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪৬
মিজানুর রহমান ওরফে বড় মিজান

যাযাদি রিপোর্ট বহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় চার্জশিটভুক্ত আট আসামির মধ্যে সাত জনকে মৃতু্যদন্ড দিয়েছে আদালত। তবে হামলায় তার সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অন্য আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। মৃতু্যদন্ডপ্রাপ্ত ৭ আসামি হলো জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেনর্ যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আবদুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন। রায় শুনে তাদের কারও চেহারায়ই অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। তাদের একজন উচ্চস্বরে বলতে থাকে- ??'আলস্নাহু আকবর, আমরা কোনো অন্যায় করিনি।' অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলায় বিচারের মুখোমুখি করা আরেক আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে রায়ে। তাকে রায় শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আদালত রায়ে উলেস্নখ করেন, 'উপরোক্ত আলোচনা ও সাক্ষ্য বিশ্লেষণে দেখা যায়, আসামি জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেনর্ যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আবদুস সবুর খান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২) (অ) ধারার অভিযোগ এবং আসামি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ২০০৯ এর ৬ (২) (উ) ধারার অভিযোগ, আসামি জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেনর্ যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আবদুস সবুর খান ও শরিফুল ইসলাম খালেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৭ ধারায় অভিযোগ, আসামি জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেনর্ যাশ, আবদুস সবুর খান, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৮/৯ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং সে জন্য ওই আসামিদের উক্ত ধারাগুলোর অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা যেতে পারে। আসামি মামুনুর রশীদ রিপনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৭ ধারার অভিযোগ, মো. মিজানুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২) (অ)/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার অভিযোগ এবং আসামি জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেনর্ যাশ, আবদুস সবুর খান, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশীদ রিপনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ১০/১১/১২/১৩ ধারার অভিযোগ প্রমাণিত হয়নি এবং সে জন্য এ আসামিরা উক্ত ধারার অভিযোগ থেকে খালাস পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে