শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই দিনটির জন্য সাড়ে ৩ বছর অপেক্ষা করেছি রবিউলের মায়ের প্রতিক্রিয়া

নতুনধারা
  ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪৫
ছেলের ছবি হাতে রাজধানীর হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের মা করিমন নেছা -যাযাদি

যাযাদি ডেস্ক গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃতু্যদন্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনালের বিচারক মজিবুর রহমান এ রায় দেন। এ রায়ে সন্তোষ জানিয়েছেন ওই জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের মা করিমন নেছা। মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের নিজ বাড়িতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আজকের দিনটির জন্য সাড়ে তিন বছর অপেক্ষা করেছি। অভিযুক্তদের ফাঁসির রায় হওয়ায় আমি সন্তুষ্ট। দ্রম্নত এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।' কান্নাজড়িত কণ্ঠে করিমন নেছা বলেন, আর যেন কোনো মা সন্তান না হারান, কোনো স্ত্রী যেন স্বামী আর সন্তান যেন বাবা না হারায়। কেবল যার হারিয়েছে সেই এর ব্যথা বুঝতে পারে। অন্যদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস। তিনি সাংবাদিকদের বলেন, 'কাঙ্ক্ষিত রায় আমরা পেয়েছি। এমন রায় আমাদের সবার কাম্য ছিল। এটা দৃষ্টান্তমূলক রায়।' রবিউলের ছোটভাই বলেন, 'এ রায় আমাদের সবার কাম্য ছিল। এটা শুধু আমাদের পরিবারের নয়; বাংলাদেশের মানুষ ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত অপেক্ষায় ছিল এমন একটা শাস্তির, এমন একটা দৃষ্টান্তমূলক রায়, যা বিদেশের দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।' তিনি বলেন, পাশাপাশি অনেক বিদেশি নাগরিক ছিলেন, যারা আত্মীয় স্বজন হারিয়েছিল। তারাও অপেক্ষায় ছিল এমন একটি রায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে