logo
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৮ নভেম্বর ২০১৯, ০০:০০  

আলবেনিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫

যাযাদি ডেস্ক কয়েক দশকের মধ্যে আলবেনিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৬শ'র বেশি মানুষ। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে রাজধানী তিরানাসহ দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চল প্রবলভাবে কেঁপে ওঠে, এতে বহু ভবন ভেঙে পড়ে বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। সংবাদসূত্র : রয়টার্স তিরানার ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটি পুরো বলকান অঞ্চলজুড়ে এবং আলবেনিয়া বরাবর আড্রিয়াটিক সাগরের অপর পারে ইতালির দক্ষিণাঞ্চলীয় পুইয়া অঞ্চলেও অনুভূত হয়। মূল ভূমিকম্পের পর আরও ২৫০টি পরাঘাত হয়েছে বলে আলবেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী ওন্তা জাস্কা জানিয়েছেন। এর মধ্যে দুটি পরাঘাত ৫ মাত্রার ছিল বলে জানিয়েছেন তিনি। ভূমিকম্পটির উপকেন্দ্র পশ্চিমাঞ্চলীয় দুরেসে ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাস্কা। দুরেস আলবেনিয়ার প্রধান বন্দর ও পর্যটন স্থান। তিনি বলেন, প্রায় ৬০০ বাসিন্দা আহত হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুরেসের ধসে পড়া ভবনগুলো থেকে ১৩ জনের মৃতদেহ বের করে আনা হয় এবং আরও ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে