শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তঃবাহিনী সাঁতারে নৌবাহিনী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আন্তঃবাহিনী সাঁতার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার ঢাকার আর্মি সুইমিং কমপেস্নক্সে ১৪টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৌবাহিনী দল। রানার্সআপ হয় সেনাবাহিনী দল। ঢাকার বনানীর আর্মি সুইমিং কমপেস্নক্সে রোববার সমাপ্ত হয় আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো এবং ডাইভিং প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশ নৌবাহিনী ১৪টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানারআপ হয় সেনাবাহিনী দল। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দলের পিও (মিওজ) সাদি মো. মহসিন শ্রেষ্ঠ ডাইভার ও পিও (রাইটার) মো. মাহমুদুন্নবী নাহিদ শ্রেষ্ঠ সাঁতারু এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. শফিকুল ইসলাম শ্রেষ্ঠ ওয়াটার পোলো খেলোয়াড় ও ল্যান্স করপোরাল মো. জুয়েল রানা সর্বোচ্চ গোলদাতা বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে