শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদোর দু'রকম রাত

ক্রীড়া ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

২৫ বছরে এমন বিবর্ণ বার্সেলোনাকে আর দেখা যায়নি। শনিবার রাতে অবনমিত হয়ে দুই বছর পর লা লিগায় উন্নীত হওয়া গ্রানাদার কাছে অবিশ্বাস্যভাবে লিওনেল মেসির দল বার্সা হেরেছে ২-০ গোলে। একই রাতে ইতালিয়ান সিরি'আয় জুভেন্টাসকে জিতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। পরের ম্যাচে স্বরূপে ফিরলেন রোনালদো। নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেনও। আর তাতে হেলাস ভেরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। অথচ ২০ বারের মুখোমুখি লড়াইয়ে এই গ্রানাদার কাছে মাত্র একবারই হারের নজির ছিল বার্সার। নতুন করে হারের পর লিগের ২৫ বছরে এমন বাজে শুরুর নজির গড়ল ভালভারদের দল। এমন দিনে দ্বিতীয় মিনিটেই বার্সাকে স্তব্ধ করে দেয় গ্রানাদা। রামোন আজিজের হেডে স্কোরলাইন দাঁড়ায় ১-০। দ্বিতীয়ার্ধে মেসিকে নামানো হলেও ব্যবধানে হেরফের করতে পারেনি তারা। কারণ এখনো পূর্ণাঙ্গ ফিটনেস পাওয়ার লড়াই করতে হচ্ছে তাকে। উল্টো এই অর্ধে দ্বিতীয় গোল আদায় করে নেয় গ্রানাদা। পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল করে বসেন আরতুরো ভিদাল। পরে স্পট কিক থেকে ভাদিলো গোল করে গ্রানাদার জয় সুনিশ্চিত করেন। এদিকে লিগে আগের ম্যাচে ফিওরেন্টিনার সঙ্গে গোলশূন ড্র করেছিল জুভেন্টাস। আর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের ২ গোলে এগিয়ে থেকেও ড্র করে তুরিন ক্লাব। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ভেরোনা প্রথম গোল করে চমকে দিয়েছিল জুভেন্টাসকে। ২১ মিনিটে ডি কারমিনে পেনাল্টি নষ্ট করলেও ফিরতি শটে মিগুয়েল ভেলোসোর হাফ ভলি খুঁজে পায় জাল। তবে নতুন ক্লাবে একাদশে জায়গা পেয়েই গোলের দেখা পান অ্যারন রামজি। ৩১ মিনিটে তার গোলে সমতায় ফেরে জুভেন্টাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে