বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ইতিহাসের পাতা

টমাস আলভা এডিসন

নতুনধারা
  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
টমাস আলভা এডিসন বিজ্ঞানী, আবিষ্কারক ও উদ্যোক্তা জন্ম : ১১ ফেব্রম্নয়ারী, ১৮৪৭ মৃতু্য : ১৮ অক্টোবর, ১৯৩১

শিক্ষা জগৎ ডেস্ক য় টমাস আলভা এডিসন একজন বিশ্ববিখ্যাত আমেরিকান বিজ্ঞানী, আবিষ্কারক ও সফল উদ্যোক্তা। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদু্যতিক বাতিসহ বহু যন্ত্র তৈরি করেছিলেন। টমাস এডিসন ১৮৪৭ সালের ১১ ফেব্রম্নয়ারী ওহিওর মিলানে জন্মগ্রহণ করেছিলেন এবং মিশিগানের পোর্ট হুরনে বড় হয়েছেন। তিনি ছিলেন স্যামুয়েল ওগডেন এডিসন জুনিয়র এবং ন্যান্সি ম্যাথিউজ এলিয়টের সন্তান। একদম ছোটবেলায় জ্বরে আক্রান্ত হয়ে টমাসের দুই কানে ইনফেকশন হয় এবং বড় হয়েও তিনি কানে প্রায় শুনতেনই না। ১৮৫৪ সালে এডিসন পরিবার মিশিগানের পোর্ট হুরনে চলে যায় এবং সেখানে টমাসকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়। পরে মা ন্যান্সি এডিসনকে বাসায় পড়াতে শুরু করেন। এডিসনের বয়স যখন ১১ বছর তখন তার মা লক্ষ্য করলেন, ছেলে নিজের ইচ্ছায়ই বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহের সঙ্গে পড়াশোনা করছেন। বিভিন্ন বিষয়ের ওপর প্রচুর বই পড়ে ফেলেন এডিসন। মাত্র ১২ বছর বয়সে গ্রান্ড ট্রাঙ্ক রেললাইনে পত্রিকা বিক্রি করতে দেয়ার জন্য বাবা-মাকে রাজি করান। তিনি অল্প দিনের মধ্যেই নিজের একটি ছোট নিউজপেপার প্রকাশ করে ফেলেন, যার নাম ছিল, 'দি গ্রান্ড ট্রাঙ্ক হেরাল্ড'। ১৫ বছর বয়সে টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ শুরু করেন এডিসন। এরই মধ্যে টেলিগ্রাফ এবং বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের প্রযুক্তি নিয়ে প্রচুর গবেষণাও শুরু করেন। পৃথিবীর প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবরেটরি 'উইজার্ড অব মিলানো পার্ক' তার হাতে গড়া। ১৮৬৬ সালে ১৯ বছর বয়সে কেন্টাকির লুইসভিলে চলে যান তিনি। সেখানে অ্যাসোসিয়েট প্রেসের হয়ে কাজ শুরু করেন। কাজের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরির কাজে হাত দেন। ১৮৭৭ সালে তিনি ফোনোগ্রাফ আবিষ্কার করেন। অনেকেরই ধারণা যে প্রথম ইলেকট্রিক বাল্ব টমাস এডিসনের আবিষ্কার। এর আগেও অনেকে গ্যাস ও আগুনের বাতির বিকল্প নিয়ে গবেষণা করেছেন। ১৮৭৯ সালে তিনি আধুনিক লাইট বাল্বের সফল ডিজাইনটি করতে সক্ষম হন। অন্য সবার মতো টমাসও কাজটি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু অন্যরা ব্যর্থ হয়ে গবেষণা থামিয়ে দিলেও টমাস তা চালিয়ে গিয়ে অবশেষে সফল হয়েছিলেন। ১৮৮০ সালের জানুয়ারিতে তিনি তার ইলেকট্রিক কোম্পানি গড়ার কাজ শুরু করেন। সেই বছর তিনি 'এডিসন ইলু্যমিনেটিং কোম্পানি' প্রতিষ্ঠা করেন। পরে যেটি 'জেনারেল ইলেকট্রিক করপোরেশন' নামে পরিচিতি পায়। জেনারেল ইলেকট্রিক এখনো পৃথিবীর সেরা ইলেকট্রিক কোম্পানিগুলোর একটি। ১৮৮১ সালে টমাসের কোম্পানি বেশ কয়েকটি শহরে পাওয়ার পস্ন্যান্ট স্থাপন করা শুরু করেন। ১৮৮২ সালে তার কোম্পানি ম্যানহাটনের ৫৯টি বাড়িতে তাদের বিদু্যৎ ও আলোর সেবা দেয়া শুরু করে। আধুনিক বৈদু্যতিক বাতি, আধুনিক ব্যাটারি, সাউন্ড রেকর্ডিং, ভিডিওগ্রাফির মতো আবিষ্কারসহ মোট ১০৯৩টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে তার নামে। ১৯৩১ সালের ১৮ অক্টোবর ওয়েস্ট অরেঞ্জ, নিউ জার্সিতে মৃতু্যবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে