বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত?

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-৭ ৩৭. জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত? ক. শাহবাগ খ. সেগুনবাগিচা গ. মিরপুর ঘ. আগারগাঁও সঠিক উত্তর : ঘ. আগারগাঁও ৩৮. আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে? ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪ সঠিক উত্তর : ক. ১১ ৩৯. আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? ক. ১৬০টি খ. ১৫৮টি গ. ১৫৬টি ঘ. ১৫৩টি সঠিক উত্তর : ঘ. ১৫৩টি ৪০. আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি সঠিক উত্তর : ক. একটি ৪১. আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে? ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি সঠিক উত্তর : ক. চারটি ৪২. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি? র. জাতীয়তাবাদ রর. সমাজতন্ত্র ররর. গণতন্ত্র নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪৩. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিস্টান সঠিক উত্তর : ক. ইসলাম ৪৪. নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে? ক. স্বদেশীয় খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি সঠিক উত্তর : গ. বাংলাদেশি ৪৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে? ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি সঠিক উত্তর : ঘ. বাঙালি ৪৬. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে? ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর সঠিক উত্তর : গ. প্রধানমন্ত্রীর ৪৭. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে- র. সমান মর্যাদা রর. সমান অধিকার ররর. বৈষম্য নিচের কোনটি সঠিক? ক. রর খ. ররর গ. র ঘ. র ও রর সঠিক উত্তর : ঘ. র ও রর ৪৮. আমাদের আইনসভায় নির্বাচিত সদস্যসংখ্যা কত? ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০ সঠিক উত্তর : খ. ৩০০ ৪৯. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি? ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫ সঠিক উত্তর : ক. ৫০ ৫০. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে? ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ সঠিক উত্তর : ঘ. জনগণ ৫১. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত? ক. ২১ বছর খ. ১৮ বছর গ. ১৭ বছর ঘ. ১৫ বছর সঠিক উত্তর : খ. ১৮ বছর ৫২. কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়? ক. ৯০ দিন খ. ৮০ দিন গ. ৬০ দিন ঘ. ১৫ দিন সঠিক উত্তর : ক. ৯০ দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে