শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তি আবেদন কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাবিপ্রবির নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় 'এ' ইউনিট এবং দুপুর আড়াইটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 'এ' ও 'বি' এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। 'এ' ইউনিটের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫ ও 'বি' ইউনিটের জন্য ৭ পয়েন্ট থাকতে হবে। যদি কোনও শিক্ষার্থী উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে পৃথকভাবে আবেদন করতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য িি.িধফসরংংরড়হ.ংঁংঃ.বফঁ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে