logo
শনিবার ২৪ আগস্ট, ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৭ আগস্ট ২০১৯, ০০:০০  

বিদু্যৎস্পৃষ্ট হয়ে একজনের মৃতু্য

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. আফিল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। গতকাল সকাল ১০টায় গাছের ডাল কাটতে গিয়ে তিনি বিদু্যৎস্পৃষ্ট হন।

চার সন্তানের জনক আফিল মিয়া জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে। বিদুৎস্পৃষ্ট হলে তাকে তাৎক্ষণিক জামালগঞ্জে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি অপমৃতু্য মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১১/১৯। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়। জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইফুলস্নাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে