শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব মুক্তিযোদ্ধার কবর হবে একই নকশার : মন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ১০ জুন ২০১৯, ০০:০০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার সব মৃত বীর মুক্তিযোদ্ধার জন্য ধর্ম অনুসারে একই ডিজাইনের কবর ও সমাধি তৈরি করবে। অচিরেই বীর মুক্তিযোদ্ধাদের সব নিরাপত্তাসংবলিত ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে। মন্ত্রী রোববার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্য স্বাধীনতাযুদ্ধে শহীদ হয়েছেন। এই রাজারবাগ পুলিশ লাইনসেই ২৫ মার্চ কালরাতে পুলিশ বাহিনীর সদস্যরা হানাদার বাহিনীকে প্রথম প্রতিরোধ করেছিলেন। সভাপতির দৃষ্টি আকর্ষণমূলক এক বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর যে সব সদস্য স্বাধীনতা যুদ্ধকালীন বাহিনী ত্যাগ করেন এবং যুদ্ধের পর নিজ নিজ বাহিনীতে পুনঃঅন্তর্ভুক্ত হন, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ না করে থাকলে তারা স্বয়ংক্রিয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন না। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুলস্নাহ আল মামুন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের পুলিশ সদর দপ্তরের মাধ্যমে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অবসরপ্রাপ্ত আইজিপি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিনুলস্নাহ পাটোয়ারী বীরপ্রতীক, কাজী জয়নাল আবেদীন বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজিপি আবদুল মাহবুবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর ১৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে