বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে পেশা বদলাচ্ছে বেত শিল্পের সঙ্গে জড়িত লোকজন

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা বাপ-দাদার কাছে শিখেছিলাম তাই ছাড়তে পারি নাই আগের মতো আর ব্যাবসা নাই। আমার সন্তানদের এ কাজে আসতে দিইনি তারা অন্যপেশায় নিয়োজিত কাজের ফাঁকে দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বললেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া বটতলা গ্রামের রামলাল চন্দ্র দাসের ছেলে চৈতন্য চন্দ্র দাস। তিনি বাড়ি বাড়ি ঘুরে প্রায় ৩৫ বছর ধরে বেত দিয়ে তৈরি কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে দেন। ফুলহারা গ্রামে কাজের ফাঁকে কথা হয় তার সঙ্গে। তিনি বেতের তৈরি দাড়িপালস্না, কুলা, কাটাসহ বিভিন্ন জিনিস তৈরি করে হাট-বাজারে বিক্রি করেন। প্রায় ২০ বছর আগে এলাকার বিভিন্ন জায়গায় বেতের গাছ চাষ করা হতো তখন জিনিসপত্র বিক্রি করে অনেক লাভ। কিন্তু বর্তমানে সিলেট, চট্টগ্রাম থেকে বেত আমদানি করা হয় ফলে পরিবহন খরচ বেশি পড়ে যাওয়ার কারণে যার দরুন আগের মতো আর লাভ দেখা যায়। চৈতন্য চন্দ্র দাস জানান, আগে কয়েক গ্রাম ঘুরে ও বেতের কাজ করে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করা যেত কিন্তু বর্তমানে ৫০০ টাকা রোজগার করতে হিমশিম খেতে হয়। একটি সময় মানুষ বেত দিয়ে জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে কাঠ, বাঁশের তৈরি জিনিস বাজারে আসায় এখন মানুষ তেমন বেতের তৈরি জিনিস কিনতে চায় না। সরকারি সহযোগিতা বিষয়ে জানতে চাওয়া হলে চৈতন্য দাস জানান, তিনি কোনো সহযোগিতা পান না তবে আপনার যদি (সাংবাদিককে) কোনো সংস্থার বিষয়ে জানা থাকলে জানাবেন যদি কোনো সহযোগিতা পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে