বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :লুনা

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশে চলমান অপরাধ খুন, গুম নির্যাতন সহ্য করেও বিএনপি এখনও রাজপথে দেশের মানুষের জন্য আন্দোলন করে যাচ্ছে। আ'লীগের অবৈধ সরকারের সাজানো কারাগারে দেশনেত্রী খালেদাকে বন্দি করে রেখেছ। শুধু তাই নয়, দীর্ঘ সাত বছর ধরে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকেও গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে। সবাইকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। শুক্রবার বিকালে সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে যারা বিএনপি এবং ইলিয়াছ আলীর নাম বিক্রি করে এমপি নির্বাচিত হয়েছেন তারা কোথায়? এখন তারাই আ'লীগের দালাল সেজে ইলিয়াস পরিবারের বিরুদ্ধে গিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করছে। এদেরকে বিশ্বনাথ থেকে বিতাড়িত করতে হবে। তাই, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বিএনপি নামধারী দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বশির আহমদ, আব্দুল হাই, মোনায়েম খান, শামছুল ইসলাম প্রমুখ। , উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুরমান খান, নানু মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাব হোসেন সুমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে