শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার জেলায় নিহত ৬

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক চার জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গাজীপুরের কাপাসিয়ায় দুই, ফরিদপুরে দুই, ময়মনসিংহের ভালুকায় এক ও মাদারীপুরে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দুই সহোদর মোটরসাইকেল আরোহী সোবাহান (৪৫) ও খোরশেদ (৩০) শনিবার দুপুরে কাপাসিয়া-রানীগঞ্জ সড়কের তেঁতুলিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃতু্য হয়েছে। সহোদর ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের পুত্র। তারা কাপাসিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল। জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের দুই ভাই সোবাহান ও সৌদি প্রবাসী খোরশেদ ঈদের কেনাকাটা করার জন্য শনিবার সকালে বাড়ি থেকে কাপাসিয়া বাজারে আসেন। ফেরার পথে কাপাসিয়া-রানীগঞ্জ সড়কের তেঁতুলিয়া বাইপাস নামক স্থানে দ্রম্নতগতিতে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ফরিদপুর :ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও দুজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস মাগুরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও দুজন। আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা (ময়মনসিংহ) :ভালুকায় আয়নাল হক (৩০) নামে এক ব্যক্তি যাত্রীবাহী বাসের চাপায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এলাকার আমতলী মায়ের দোয়া মসজিদের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় ঢাকা-ময়মনসিংহ চারলেন সড়কের উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী মায়ের দোয়া মসজিদের সামনে দিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস (ঢাক মেট্রো ব-১৫২১৪২) আইনাল হককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইনাল হক নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানায়। মাদারীপুর :শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী (সমাদ্দার) এলাকায় রসুনভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের চালক নজরুল ইসলাম (২৫) নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে