শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরাতন কাওড়াকান্দি লঞ্চঘাট চালু

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাই তো ঘাটে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। শনিবার সকাল থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের চাপ কমিয়ে সড়কে যানজট নিরসনে চালু করা হয়েছে পুরাতন কাওড়াকান্দি লঞ্চঘাটটিও। শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট থেকে পরিবহনের যাত্রীবাহী লঞ্চগুলো এসে ভিড়ছে কাওড়াকান্দি ঘাটে। পুরাতন ঘাটটি চালু হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়তি ভিড় ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারছে। বিআইডবিস্নউটিএ কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র জানায়, ঘরমুখো যাত্রীদের স্বাচ্ছ্যন্দ্যে ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কাঁঠালবাড়ী ঘাটে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘাট এলাকায় যানজট নিরসনে ও যাত্রীদের চাপ কমাতে লঞ্চের একটি সার্ভিস কাঁঠালবাড়ী থেকে সরিয়ে কাওড়াকান্দি ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। ফলে কাঁঠালবাড়ী ঘাটে লঞ্চযাত্রীদের একটি বড় অংশের চাপ কমে গেল। এ ছাড়াও ঘাটের টার্মিনালেও দূরপালস্নার পরিবহনের বড় একটি অংশ থাকছে না। পরিবহনগুলো কাওড়াকান্দি ঘাট থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে। ফলে কাঁঠালবাড়ী ঘাটে যাত্রী ও পরিবহনের চাপ অনেকটাই কমে আসবে। দূরপালস্নার পরিবহনের যে যাত্রীরা লঞ্চ পারাপার হয় তাদের লঞ্চঘাটটি পুরাতন ঘাটে শনিবার সকালে নেয়া হয়েছে। কাঁঠালবাড়ী ঘাটে শুধু লোকাল যাত্রীদের লঞ্চ রয়েছে। কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শনিবার সকাল থেকেই পুরাতন কাওড়াকান্দি ঘাটটি চালু রয়েছে। লঞ্চের কাটা সার্ভিসগুলো যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাটে চলে যাচ্ছে। কাঁঠালবাড়ী ঘাটে শুধু লোকাল যাত্রীদের লঞ্চ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে