বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ করা হলো না নাঈমের

নতুনধারা
  ০২ জুন ২০১৯, ০০:০০

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা ঢাকা থেকে ঈদ করার জন্য বাড়িতে আসার একদিনের মাথায় খুন হলেন এক তরুণ। বগুড়ার দুপচাঁচিয়ার পলস্নীতে শুক্রবার রাতের কোনো এক সময়ে নাঈম হোসেন (১৮) নামের তরুণকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত নাঈম হোসেন তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম হোসেন তার বাবার সঙ্গে ঢাকায় থাকতেন। বাবা ঢাকার একটি বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করতেন আর নাঈম একটি দোকানে কর্মচারীর কাজ করতেন। বাবার আগাম ছুটি না হওয়ায় নাঈম ঈদের জন্য গত বৃহস্পতিবার বাড়িতে আসেন। গত শুক্রবার বাড়িতে ইফতারি করে মুঠোফোনে টাকা তোলার জন্য তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তার মা গ্রামের প্রতিবেশীদের বাড়িতে খোঁজখবর করেন। তাকে না পেয়ে বাড়ির দরজা খুলে রেখেই মা ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার পর মা নাঈমের ঘরে ঢুকে দেখেন তিনি ঘরে নেই। পরে সকালে গ্রামের লোকজন ওই গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে সিংড়াগাড়ি নামকস্থানে নির্জন একটি পুকুর পাড়ে তার লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মামলা করবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে