শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
নারী প্রিমিয়ার ক্রিকেট লীগ

শেষদিনে তিন সেঞ্চুরি খেলাঘরের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
  ২২ মে ২০১৯, ০০:০০

মেয়েদের ক্রিকেটে সেঞ্চুরির দেখা মেলে কালেভদ্রে। মঙ্গলবারের দিনটি অবশ্য ছিল ব্যতিক্রম। বিকেএসপিতে এদিন দেখা গেল তিন সেঞ্চুরি। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের শেষদিনে শতক করা ত্রয়ী হলেন- মুক্তা, নিগার ও পিংকি। দলীয় সংগ্রহের রেকর্ডও হয়েছে এদিন। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে খেলাঘরের দুই মিডলঅর্ডার ব্যাটার মুক্তা ও নিগার সুলতানা জোড়া সেঞ্চুরি করলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩২৬ রানের। মুক্তা ১৩১ ও নিগার করেন ১১০ রান। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ২২৯ রান। রানপাহাড়ের সামনে কলাবাগান ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩২-এর বেশি করতে পারেনি। তাতে ১৯৪ রানের ব্যবধানে জয় পাওয়া খেলাঘর উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চলতি লিগেই মোহামেডান পেয়েছিল রেকর্ড ৩২৬ রানের সংগ্রহ। গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে। মেয়েদের লিগের আগের কোনো আসরে তিনশ রানের সংগ্রহ দেখা না গেলেও এবার তিনশ ছাড়ানো ইনিংস হয়ে গেল দুটি। কাকতালীয়ভাবে দুটিই ৩২৬। ব্যবধান কেবল প্রথমটি ৬ উইকেট হারিয়ে আর মঙ্গলবারেরটি ৫ উইকেট হারিয়ে তোলা। চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ফারজানা হক পিংকি। আবাহনীর বিপক্ষে রূপালী ব্যাংকের এ ব্যাটার তিন নম্বরে নেমে করেন ১১৭ রান। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে তার দল। জবাবে আবাহনী গুটিয়ে যায় ১৩৩ রানে। হেরেও রানরেটে এগিয়ে থাকায় বিকেএসপিকে টপকে পঞ্চম দল হিসেবে তারা নাম লিখিয়েছে সুপার লিগে। দিনের অন্য ম্যাচে বিকেএসপিকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। চার দলের সুপার লিগ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল একটি দলের জন্য। সমান ৯ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ছিল আবাহনী ও বিকেএসপি। শেষ ম্যাচে দুটি দলই হারলে সমানই থেকে যায় পয়েন্ট। রানরেটে অনেকটা এগিয়ে থাকায় শেষপর্যন্ত টিকে যায় আবাহনী। এ দুই দলের মধ্যকার খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হেড টু হেডের জায়গায় রানরেট বিবেচনায় আসে। তাতেই ভাগ্য খুলে যায় আকাশি-নীল শিবিরের। ১০টি দল নিয়ে গত ২৫ এপ্রিল শুরু হয় মেয়েদের ঢাকা লিগ। পাঁচ দল নিয়ে সুপার লিগ শুরু হওয়ার কথা আগামী ২৬ মে। সুপার লিগে ওঠা পাঁচ দলের পয়েন্ট যথাক্রমে: খেলাঘর (১৭), শেখ রাসেল (১৫), রূপালী ব্যাংক (১৩), মোহামেডান (১২), আবাহনী (৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে