শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধুনটে সেটেলমেন্ট অফিস ঘেরাওয়ে পুলিশের বাধা

ধুনট (বগুড়া) সংবাদদাতা
  ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

বগুড়ার ধুনট উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আরিফুর রহমান ও এসও মনতাজ আলীর শাস্তির দাবি ও সকল জমির ভূয়া রেকর্ড সংশোধনের দাবিতে 'সেটেলমেন্ট অফিস ঘেরাও' কর্মসূচি পুলিশের বাধার মুখে ভন্ডুল হয়েছে। রবিবার দুপুর ১টায় ধুনট ও শেরপুর উপজেলা ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে ভুক্তভোগি ভূমি মলিকগণ বিক্ষোভ মিছিল নিয়ে ধুনট সেটেলমেন্ট অফিস ঘেরাও করতে আসলে অফিসের প্রধান ফটকে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সভা করে ভূমি রক্ষা সংগ্রাম পরিষদ। রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বাসদ নেতা রঞ্জন কুমার দে, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আব্দুল হাই, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় ভুক্তভোগী ভূমি মলিকগণ। প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, ইউনিয়ন ভূমি অফিস, সাব- রেজিস্ট্রি অফিস, এসি (ল্যান্ড) অফিস ও সেটেলমেন্ট অফিসসহ সরকারি অফিসসমূহে সীমাহীন দুর্নীতি কৃষকদের জীবনকে সংকটাপন্ন করেছে। ধুনট উপজেলা ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক সাইদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি পালিত হবে। ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেটেলমেন্ট অফিস চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। তবে তারা অফিসের পাশেই প্রতিবাদ সভা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে