বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উত্থান কমেছে লেনদেন

যাযাদি রিপোর্ট
  ২৯ মার্চ ২০১৯, ০০:০০

গতকাল বৃহস্পতিবার উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। বেড়েছে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ ৬৫ হাজার টাকার, যা গত কার্যদিবস থেকে ১ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ৪০ লাখ ৭৩ হাজার টাকা। গতকাল ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১ শতাংশ বা ১৪২টির, কমেছে ৪১ শতাংশ বা ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ শতাংশ বা ৬৩টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে