শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়াপ্রদা

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ মার্চ ২০১৯, ২০:৪৭

কয়েক দল ঘুরে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়াপ্রদা। মঙ্গলবার দিলিস্নতে বিজেপির সদর দপ্তরে এজন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জয়াপ্রদাকে দলে স্বাগত জানান বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির হয়ে কাজ করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ বিজেপিতে যোগদানের পর সাংবাদিকদের জয়াপ্রদা বলেন, 'আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিনেমা হোক বা রাজনীতি, মন দিয়ে কাজ করে এসেছি। কাজের প্রতি জীবন উৎসর্গ করে দিয়েছি। আমাকে সম্মান জানানোর জন্য বিজেপিকে ধন্যবাদ।' অন্যদিকে, জয়াপ্রদা বিজেপিতে যোগ দেয়ার পরই সমাজবাদী পার্টির বিরুদ্ধে উত্তরপ্রদেশে তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। একসময় সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হন জয়াপ্রদা। তাদের হয়ে প্রচারেও নেমেছেন। তবে দলের নেতা আজম খানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তার। সেই আজম খানের বিরুদ্ধেই জয়াপ্রদাকে প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। নব্বইয়ের দশকে প্রথম রাজনীতিতে পা রাখেন জয়াপ্রদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে