মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
লোকসভা নির্বাচন-২০১৯

প্রার্থী না করা :মোদি-অমিতের উপেক্ষায় ক্ষুব্ধ আদভানি

নতুনধারা
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ মার্চ ২০১৯, ২০:৪৭
বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি

যাযাদি ডেস্ক নরেন্দ্র মোদি-অমিত শাহ যেভাবে তাকে উপেক্ষা করে লোকসভায় প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে রুষ্ট হয়েছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি। কয়েকদিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি জানায়, গুজরাটের গান্ধীনগর আসন থেকে আদভানির বদলে এবার প্রার্থী হবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি আদভানি। কিন্তু তার ঘনিষ্ঠ নেতারা বলছেন, যে পদ্ধতিতে তাকে প্রার্থী না করার কথা ঘোষণা করা হয়েছে, তাতে রুষ্ট এই প্রবীণ নেতা। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি আদভানির ঘনিষ্ঠ শিবিরের মতে, মোদি কিংবা অমিত শাহের মতো কোনো নেতা নন, দলের সাংগঠনিক দায়িত্বে থাকা রামলালকে পাঠানো হয়েছিল আদভানির কাছে। আদভানিকে অনুরোধ করা হয়, তিনিই যেন ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। কিন্তু মোদি-শাহদের উপেক্ষায় রুষ্ট আদভানি তাতে রাজি হননি। আদভানি-ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, মোদি-শাহ জুটি এবারে স্থির করেছেন ৭৫ বছরের ওপরের কোনো নেতাকে ভোটে প্রার্থী করা হবে না। সেই মতো রামলালকে দায়িত্ব দেয়া হয়, আদভানি, মুরলি মনোহর জোশি, কলরাজ মিশ্র, শান্তা কুমার, কারিয়া মুন্ডা, ভুবন চন্দ্র খান্ডুরির মতো প্রবীণ নেতাকে বোঝানোর। সবাইকে একই প্রস্তাব দেয়া হয়, তারা নিজেরাই ভোটে না লড়ার কথা ঘোষণা করুন। প্রস্তাব মেনে কলরাজ মিশ্র, শান্তা কুমারের মতো নেতারা ঘোষণা করেন, তারা এবার লোকসভা ভোটে লড়বেন না। কিন্তু আদভানি তা করেননি। মুরলি মনোহর জোশিও এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। বিজেপির প্রার্থী তালিকায় আদভানি, শান্তা কুমার, কারিয়া মুন্ডার নাম এরই মধ্যে বাদ গেছে। খান্ডুরির মেয়ে রাজনীতিতে এসেছেন। ছেলে অবশ্য রাহুল গান্ধীর হাত ধরেছেন। আরেক প্রবীণ নেতা হুকুম দেব নারায়ণের বদলে তার ছেলেকে প্রার্থী করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দৌর আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। সেখানকার এমপি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এই বছরেই পঁচাত্তরে পা দিচ্ছেন। বিজেপির এক নেতার মতে, ভোটে জয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যাদের জেতা সম্ভব নয়, তাদের আগেভাগেই জানিয়ে দেয়া হচ্ছে। জয়ের অঙ্ক মাথায় রেখে প্রবীণদের পাশাপাশি নবীন অনেককেই তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। যেমন সোমবার প্রকাশিত সর্বশেষ তালিকায় ছত্তিশগড়ের সদ্যসাবেক মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ছেলে অভিষেকের নাম বাদ পড়েছে। পঁচাত্তর থেকে দূরে থাকলেও সুষমা স্বরাজ, উমা ভারতী আগেই জানিয়ে দিয়েছেন, তারা এবার ভোটে লড়বেন না। উমা সোমবার বলেন, 'বিজেপিকে আজকের জায়গায় নিয়ে আসার জন্য যার কেন্দ্রীয় ভূমিকা আছে, তিনি লালকৃষ্ণ আদভানি। দল আজ এই উচ্চতায় এসেছে বলেই নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু আদভানিকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটি একমাত্র তিনিই দূর করতে পারেন।' আদভানিকে তালিকা থেকে বাদ দেয়ায় দলীয় মুখপত্র 'সামনা'য় বিজেপিকে কড়া আক্রমণ করেছে শিবসেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে