শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসার জন্য জামিন পেলেন নওয়াজ

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ মার্চ ২০১৯, ২০:৪৮

দেশের ভেতর চিকিৎসা নেয়ার শর্তে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করেন। সংবাদসূত্র : ডন দুর্নীতি মামলায় বর্তমানে সাত বছরের কারাদন্ড ভোগ করছেন নওয়াজ। গত মাসে ইসলামাবাদ হাইকোর্টে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে তা নাকচ করে দিয়েছিল আদালত। এরপর মঙ্গলবার নওয়াজকে আট সপ্তাহের জামিন দেয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন তার আইনজীবী। তবে তিন বিচারপতির বেঞ্চ ছয় সপ্তাহের জন্য আবেদন মঞ্জুর করেন। ৫০ লাখ রুপি করে দুটি মুচলেকা নিয়ে এ জামিন দেয়া হয়। এদিন পাক প্রধান বিচারপতির সংক্ষিপ্ত আদেশে বলা হয়, জামিনের সময়সীমা শেষ হওয়ার পর নওয়াজকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণে ব্যর্থ হলে, তাকে গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে