শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একদিনের জন্য ব্রেক্সিটের নিয়ন্ত্রণ নিলেন ব্রিটিশ এমপিরা

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ মার্চ ২০১৯, ২০:৪৮

সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে ব্রেক্সিট বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিনের জন্য সরকারের কাছ থেকে এ সংক্রান্ত সকল পার্লামেন্টারি কার্যক্রমের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন ব্রিটিশ এমপিরা। পার্লামেন্টের ব্রেক্সিট বিষয়ক আলোচ্যসূচি হাতে নিতে এমপিদের আনা একটি অভূতপূর্ব সংশোধনী প্রস্তাবে সোমবার থেরেসা মে'র সরকার ৩২৯-৩০২ ভোটে হেরেছে। সংবাদসূত্র : বিবিসি বিভিন্ন দলের এমপিদের সমর্থনপুষ্ট ওই সংশোধনী অনুযায়ী বুধবার ব্রেক্সিট নিয়ে সিরিজ ভোট হবে; সেখানেই কোন্‌ পদ্ধতির বিচ্ছেদে সবচেয়ে বেশি এমপির সমর্থন আছে, তা জানা যাবে। সরকারের এ সর্বশেষ পরাজয়ের পরও মে বলছেন, এমপিদের ইচ্ছাই শেষ পর্যন্ত মানা হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। কনজারভেটিভ 'ব্যাকবেঞ্চার' স্যার অলিভার লেটউইনসের আনা এ সংশোধনীটিতে বিরোধীদের পাশাপাশি তিন মন্ত্রীসহ ক্ষমতাসীন টোরি দলের ৩০ সদস্যও সমর্থন দিয়েছেন। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আগে অবশ্য ওই তিন মন্ত্রী রিচার্ড হ্যারিংটন, অ্যালিস্টার বার্ট ও স্টিভ ব্রাইন পদত্যাগ করেন। এ সময় হ্যারিংটন অভিযোগ করে বলেন, থেরেসার সরকার ব্রিটিশ জনগণের 'জীবন ও জীবিকা নিয়ে জুয়া খেলছে। ইউরোপীয় নেতাদের সঙ্গে ব্রেক্সিট নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারলেও তা ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করাতে গিয়ে একের পর এক নাকানি-চুবানি খেতে হচ্ছে থেরেসার সরকারকে। পরাজয়ের হাত থেকে বাঁচতে থেরেসার সর্বশেষ ব্রেক্সিটের বিকল্প প্রস্তাবগুলো নিয়ে সিরিজ ভোট আয়োজনেও এমপিদের প্রস্তাব দিয়েছিলেন। পার্লামেন্টের ব্রেক্সিট সংক্রান্ত আলোচ্যসূচির নিয়ন্ত্রণ এমপিদের হাতে গেলে তা 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির' সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যদিকে, এমপিরা বলছেন, ব্রেক্সিটের সবকিছুতে এমপিদের কথা বলার সুযোগ সরকার রাখবে বলে তারা বিশ্বাস করেন না। সংশোধনীটির অন্যতম সমর্থক লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মতে, সরকারকে অবশ্যই এ উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। তার মতে, 'সরকার ব্যর্থ হয়েছে। আমার বিশ্বাস, হাউস অব কমন্স সফল হবে।' ঐকমত্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এমপিরা যে পথ খুঁজবেন, তাতে প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি নিয়ে আরেকটি গণভোটের বিষয়ও থাকবে, আশা করবিনের। থেরেসা অবশ্য শুরু থেকেই এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে