শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত

দেয়াল নির্মাণে ১০০ কোটি ডলার দিচ্ছে পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অনুমোদনে নাখোশ ডেমোক্রেট সিনেটররা
নতুনধারা
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ মার্চ ২০১৯, ২০:৪৮
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে কাঁটাতারের বেড়া

যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের একাংশ নির্মাণের জন্য সরকারকে ১০০ কোটি ডলার দিচ্ছে পেন্টাগন। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ কথা জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি অবস্থার আওতায় এটাই প্রথম তহবিল। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে থাকা ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সংবাদসূত্র : বিবিসি, এএফপি মেক্সিকো সীমান্তে স্থায়ী দেয়াল নির্মাণ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রম্নতি। নির্মাণ কাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তিনি। তবে সেই অর্থ দিতে সম্মত না হওয়ায় কংগ্রেসের অনুমোদন দেয়া অস্থায়ী বাজেট বরাদ্দে স্বাক্ষর করেননি ট্রাম্প। সে কারণে ৩৫ দিন অচল হয়ে থাকে মার্কিন কেন্দ্রীয় সরকারের একাংশ। সর্বশেষ অস্থায়ী বাজেটে স্বাক্ষর করে সরকার সচল রাখলেও তাতে দাবিকৃত অর্থ বরাদ্দ না পেয়ে ১৫ ফেব্রম্নয়ারি জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটেন ট্রাম্প। যুদ্ধ কিংবা জাতীয় জরুরি অবস্থাজনিত পরিস্থিতির মধ্যে সামরিক নির্মাণ প্রকল্পগুলো পরিচালনার এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের রয়েছে। কংগ্রেসকে পাশ কাটিয়ে সেই সাংবিধানিক ক্ষমতাই ব্যবহার করেন ট্রাম্প। এর আওতায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ পরিচালিত হবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স-এর কমান্ডারকে পরিকল্পনা শুরুর অনুমতি দিয়েছেন। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শুল্ক ও সীমান্ত টহলদার বাহিনীর কাছে ১০০ কোটি ডলার হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় একটি আইনকে উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়, এই আইনের আওতায় সড়ক নির্মাণ, সীমান্ত দেয়াল নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচার করিডোরগুলো বন্ধ করতে বাতি স্থাপনের এখতিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে। তবে ডেমোক্রেট সিনেটরদের অভিযোগ, তহবিল অনুমোদনের ব্যাপারে কংগ্রেসকে অবহিত করার আগে যথাযথ কমিটির কাছ থেকে অনুমতি নেয়নি পেন্টাগন। শানাহানের কাছে পাঠানো এক চিঠিতে ডেমোক্রেট সিনেটররা লিখেছেন, 'একইসঙ্গে তহবিল হস্তান্তর করা এবং তা করতে গিয়ে কংগ্রেসীয় প্রতিরক্ষা কমিটির অনুমোদন না নেয়া- এ দুটি বিষয়ই প্রতিরক্ষা অনুমোদন বিধির লঙ্ঘন।' উলেস্নখ্য, মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনো কখনো মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট বরাদ্দ না হওয়ায় গত বছরের ডিসেম্বরে আংশিক অচলাবস্থার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই অচলাবস্থার সৃষ্টি হয়। অবশেষে ১৫ ফেব্রম্নয়ারি পর্যন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারিতে ৩৫ দিনের সেই অচলাবস্থার অবসান হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে