শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অচলাবস্থা এড়াতে অবশেষে সমঝোতা

হ মেক্সিকো দেয়াল তৈরিতে তহবিল দেয়া হবে। তবে আকার জানানো হয়নি হ দেয়াল তৈরি করবই : ট্রাম্প
যাযাদি ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ এড়াতে বাজেট পাসে অবশেষে সমঝোতায় পেঁৗছেছেন ক্ষমতাসীন রিপাবলিকান পাটির্ ও বিরোধী ডেমোক্রেটিক পাটির্র আইনপ্রণেতারা। সোমবারের সমঝোতা অনুসারে ট্রাম্পের মেক্সিকো দেয়াল তৈরিতে তহবিল দেয়া হবে। তবে এর আকার কেমন হবে, তা জানানো হয়নি। আইনপ্রণেতারা জানিয়েছেন, ওয়াশিংটনে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সমঝোতায় পেঁৗছান তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ চুক্তিটি হওয়ার সময় ট্রাম্প টেক্সাসে এক রাজনৈতিক সমাবেশে ছিলেন। ট্রাম্প জানান, তিনি এখনো নিশ্চিত নন, আইনপ্রণেতাদের এই সমঝোতা তিনি সমথর্ন করবেন কিনা। তবে তিনি বলেন, ‘যেকোনো ভাবেই হোক আমরা দেয়াল তৈরি করবোই।’ সমঝোতা প্রস্তাবটিকে আইনে পরিণত করতে হলে ট্রাম্পের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। আর তা না হলে আগামী ১৫ ফেব্রæয়ারি মধ্যরাত থেকে আবারও অচলাবস্থার মুখে পড়বে যুক্তরাষ্ট্র। কংগ্রেসীয় বাজেট দপ্তরের হিসাব অনুযায়ী, আগেরবারের অচলাবস্থায় দেশটির ১১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমেছে আধা শতাংশ। জানা গেছে, সমঝোতা বৈঠকে ডেমোক্রেটরা ট্রাম্পের মেক্সিকো দেয়ালের জন্য ৫.৭ বিলিয়ন (৫৭০ কোটি) ডলারের তহবিল দিতে অস্বীকৃতি জানান। শেষ পযর্ন্ত এবারের বাজেটে ১.৩৭৫ বিলিয়ন ডলারের তহবিলের অনুমোদন দেয়া হয়েছে। এই অথর্ দিয়ে ২০০ মাইল দীঘর্ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের মধ্যে কেবল ৫৫ মাইলে দেয়াল তৈরি করা সম্ভব। মাকির্ন অথর্বছর শুরু হয় ১ অক্টোবর। এর আগেই বাজেট অনুমোদন করিয়ে নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনো কখনো মাকির্ন কংগ্রেস তা পাস করাতে ব্যথর্ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পযর্ন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুথার্ংশ কাযর্ক্রম পরিচালনার অথর্ বরাদ্দ করা আছে। বাকি এক চতুথার্ংশের বাজেট বরাদ্দ না হওয়ায় গত ডিসেম্বরে আংশিক অচলাবস্থার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণর বরাদ্দ প্রশ্নে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় ওই অচলাবস্থার সৃষ্টি হয়। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দপ্তরের মধ্যে ৯টিতে আংশিক অচলাবস্থা শুরু হয়। অবশেষে ১?৫ ফেব্রæয়ারি পযর্ন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারিতে ৩৫ দিনের সেই অচলাবস্থার অবসান হয়। কংগ্রেসের মধ্যস্থতাকারীরা সোমবারের মধ্যে একটি চুক্তিতে পেঁৗছে প্রস্তাব আকারে তা শুক্রবারের মধ্যে পাস করাতে চেয়েছিলেন, এমনটি না হলে শনিবার থেকেই নতুন আরেকটি আংশিক অচলাবস্থার মধ্যে পড়তো যুক্তরাষ্ট্র সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে