মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পযাের্য় ১২৯ উপজেলায় নিবার্চন ১৮ মাচর্

যাযাদি রিপোটর্
  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১১

পঞ্চম উপজেলা পরিষদ নিবার্চনের দ্বিতীয় ধাপে বা পযাের্য়র ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মাচর্ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নিবার্চন ভবনে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান নিবার্চন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি আরো বলেন, এ উপজেলা পরিষদ নিবার্চনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রæয়ারি। রিটানির্ং কমর্কতার্ কতৃর্ক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রæয়ারি। প্রাথির্তা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি। ভোটগ্রহণ ১৮ মাচর্ সোমবার। সচিব বলেন, এ নিবার্চনের রিটানির্ং অফিসাররা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিনিয়র জেলা নিবার্চন অফিসার/জেলা নিবার্চন অফিসার। তিনি আরও বলেন, সহকারী রিটানির্ং অফিসার হলেন- উপজেলা নিবার্হী অফিসার এবং উপজেলা নিবার্চনী অফিসারের মধ্য হতে একজন। তবে প্রত্যেক উপজেলায় দুইজন করে সহকারী রিটানির্ং অফিসার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সচিব বলেন, এই পযাের্য় ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে। ইভিএম ব্যবহার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের জন্য নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে এলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রথম পযাের্য় উপজেলা নিবার্চনে ইভিএম ব্যবহার করা হবে না। প্রসঙ্গত, ১০ মাচর্ প্রথম ধাপের উপজেলা পরিষদ নিবার্চন হবে। দ্বিতীয় ধাপে ভোটের সম্ভাব্য উপজেলা ঠাকুরগঁাও সদর, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, পীরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাঘাটা, পলাশবাড়ী, গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, বীরগঞ্জ, কাহারোল, বিরল, বোচাগঞ্জ, দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর, পাবর্তীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, সদর, আদমদীঘি, দুপচঁাচিয়া, ধুনট, কাহালু, গাবতলী, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, সোনাতলা, রানীনগর, মহাদেবপুর, নিয়ামতপুর, সাপাহার, পতœীতলা, বদলগাছী, নওগঁা সদর, আত্রাই, পোরশা, ধামইরহাট, মান্দা, সদর, বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, সিংড়া, কুষ্টিয়া সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা, দৌলতপুর, শাশার্, ঝিকরগাছা, চৌগাছা, যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, দীঘলিয়া, কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা, দাকোপ, মেহেরপুর সদর, মুজিবনগর, গাংনী, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, নগরকান্দা, সালথা, সদর, চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা, হাতিয়া, মীরসরাই, সীতাকুÐ, স›দ্বীপ, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে