শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
মোদি-মোমেন বৈঠক

বাংলাদেশ-ভারত একযোগে কাজ করার অঙ্গীকার

সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পকর্ গত কয়েক বছরে আরও উন্নত হয়েছে
যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১১
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন Ñইন্টারনেট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সাক্ষাতের কথা জানানো হয়েছে। তিন দিনের সফরে বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন নয়াদিল্লি গেছেন। বিবৃতিতে বলা হয়, সাক্ষাতের শুরুতেই নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আবদুল মোমেনকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নেয়ায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ধন্যবাদ জানান মোদি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পকের্র অগ্রগতি ভারতের প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পকর্ গত কয়েক বছরে আরও উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার বিষয়ে তার প্রতিশ্রæতি পুনব্যর্ক্ত করেন মোদি। পররাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সফরে পঁাচটি সমঝোতা স্মারক সই হতে পারে। আবদুল মোমেনের ভারত সফরে যে বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে, দুদক-সিবিআই সহযোগিতা তার অন্যতম। এ সমঝোতা হলে বিভিন্ন অপরাধের তদন্তে একে অন্যকে সহযোগিতা করতে পারবে বাংলাদেশের দুনীির্ত দমন কমিশন (দুদক) ও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। দুদকের তদন্ত কমর্কতাের্দর সিবিআইয়ের পক্ষ থেকে অত্যাধুনিক প্রশিক্ষণও দেয়া হবে। ভারত ও বাংলাদেশের সূত্র অনুযায়ী দুদক-সিবিআই সহযোগিতা হবে বহুমুখী। উদারনীতি, বিশ্বায়ন ও প্রযুক্তির বিকাশ অথৈর্নতিক অপরাধের চরিত্রকে জটিলতর করে তুলেছে। ফৌজদারি অপরাধের চরিত্রও বদল হচ্ছে দ্রæত। সিবিআইয়ের সাহচযর্ এসব ক্ষেত্রে দুদককে দারুণ সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের আমলাদের নিবিড় প্রশিক্ষণ দেয়া নিয়েও একটি এমওইউ সই হতে পারে। প্রথম দফায় বিভিন্ন পদমযার্দার ১৮ জন আমলা এই প্রশিক্ষণের জন্য ভারতে আসবেন। এ ছাড়া মোংলা বন্দরের কাছে বিশেষায়িত অথৈর্নতিক অঞ্চল (এসইজেড) তৈরি করা নিয়েও একটি এমওইউ সই হতে পারে। ভারতের অথৈর্নতিক রাজধানী মুম্বাইভিত্তিক হিরানন্দনি গোষ্ঠীকে ওই এসইজেডের অবকাঠামো তৈরির দায়িত্ব দেয়া হবে। ২০১৪ সালে ভারতে ‘আয়ুষ’ মন্ত্রণালয় সৃষ্টি করা হয়। প্রচলিত চিকিৎসার বাইরে বিভিন্ন বিকল্প চিকিৎসার ক্ষেত্র প্রসারিত করাই এই মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপর একটি এমওইউ সই হতে পারে। পঞ্চম এমওইউ সই হতে পারে ভারতের প্রসার ভারতীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের। মনমোহন-মোমেন বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিগগিরই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মনমোহন। বৃহস্পতিবার দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। দিল্লি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বষীর্য়ান কংগ্রেস নেতা আনন্দ শমার্র সঙ্গে বৈঠক করেন। মনমোহন সিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় একাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল পুনরায় নিবাির্চত হওয়ায় তাকে অভিনন্দন জানান ড. মনমোহন সিং। বৈঠকে মনমোহন বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে ভারতের সমথর্ন রয়েছে। দুদেশের মধ্যে তিস্তাসহ সব অমীমাংসিত ইস্যু দ্রæত সমাধান হবে বলে আশা করি।’ তিন দিনের সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। সবের্শষ জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় ২০১৭ সালের ২২ ও ২৩ অক্টোবর। এতে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুষমা স্বরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে