শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে রানী সরকার

নতুনধারা
  ০৮ জুলাই ২০১৮, ০০:০০
সদ্যপ্রয়াত রানী সরকার

বিনোদন রিপোটর্

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার ভোররাত ৪টার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী বাধর্ক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, শনিবার দুপুরে এফডিসিতে শেষ বিদায় জানান প্রিয় সহমীর্রা। চলচ্চিত্রের শিল্পী সমিতির সম্পাদক জায়েদ খান বলেন, ‘এফডিসিতে দুপুর ২টা ১৫ মিনিটে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর এখানেই রাখা হয় তার শিল্পী পরিবারের প্রিয় মানুষরা শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে আজিমপুর গোরস্থানে রানীর দাফন সম্পন্ন হয়।’

রানী ছিলেন ষাট ও সত্তর দশকের খল-অভিনেত্রী। নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি দশর্কদের আনন্দ দিয়েছে। রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। তার বাবার নাম সোলেমান মোল্লা এবং মায়ের নাম আছিয়া খাতুন। সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন রানী। এরপর তিনি খুলনা করোনেশন গালর্স স্কুল থেকে মেট্রিক পাস করেন।

রানী সরকারের অভিনয়জীবন শুরু করেন ১৯৫৮ সালে। শুরুতেই মঞ্চনাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘বঙ্গের বগীর্’। ওই বছর তার চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গঁাও’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উদুর্ চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তার নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উদুর্ ছবি ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছবি দুটি বেশ জনপ্রিয় হয়। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে তিনি বেশি অভিনয় করেন। ‘দূর হ্যায় সুখ কা গঁাও’, ‘চান্দা’, ‘তালাশ’র মতো জনপ্রিয় উদুর্ সিনেমায় কাজ করার পাশাপাশি রানী সরকার সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকে। ‘কাচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা।

মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীঘির্দন ধরে বসবাস করছিলেন তিনি।

২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হন তিনি। একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অথর্ সহায়তা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<2410 and publish = 1 order by id desc limit 3' at line 1