বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের সাত দফাকে ‘সংবিধান পরিপন্থি’ বললেন তোফায়েল

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০১৮, ০০:০০

সরকারের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া সাত দফাকে ‘সংবিধান পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দফাগুলোর কোনোটিই মানা সম্ভব না। শুক্রবার সিলেট শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী আন্তজাির্তক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও অথর্মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মেলার উদ্বোধক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই পদ্মা সেতু করছি। মেট্রোরেল হচ্ছে। এসব মেগা প্রকল্প ছাড়াও দেশের সবক’টি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটার ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে আবারও বিজয়ী করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যারা প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে (নিবার্চনকালের) ক্যাবিনেটে যাচ্ছি। আমরা রুটিন ওয়াকর্ করব। এখানে যারা সাত দফা দিয়েছেন। কোনোটাই সম্মত নয়, সবগুলোই সংবিধান পরিপন্থি। এ ধরনের দাবি গ্রহণ করা হবে না। নিবার্চন হবে নিবার্চন কমিশন ঘোষিত তারিখ অনুসারে বতর্মান সরকারের অধীনেই।’ তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকে, পালাের্মন্ট বজায় থাকে। নিবার্চনের পর আরেকটা পালাের্মন্ট হওয়ার পর কেবল পালাের্মন্ট বিলুপ্ত হয়। সুতরাং তাদের দাবিগুলো অযৌক্তিক, এত দফা মানা সম্ভব নয়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট (ঐক্যফ্রন্ট) হয়েছে। তিনি আদশের্র কথা বলেন। অথচ তিনি বলেন, ‘তারেক জিয়ার সঙ্গে ঐক্য করিনি, জামায়াতের সঙ্গে ঐক্য করিনি’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে কীভাবে ঐক্য করলেন তিনি? তাছাড়া জামায়াতও ২০ দলীয় জোটে আছে। প্রথমে তিনি অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত হবে না। আগামী নিবার্চন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাবে। নিবার্চনকালীন সরকারের আকার ছোট হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি নিজেই বলেছেন, সংবিধানে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। হয়তোবা এই সরকারই ক্ষমতায় থাকবে। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কনের্ল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে