logo
সোমবার ২৬ আগস্ট, ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়   ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

‘কন্যা’ শব্দের প্রচলিত সমাথর্ক শব্দÑ

বাংলা

বহুনিবার্চনি প্রশ্নোত্তর বাংলা ভাষার জন্মকথা ১৬। ‘দুবোর্ধ্য’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক. সহজে বোঝা যায় না যা খ. সহজে বোঝা যায় যা গ. সহজ ব্যাপার যা ঘ. সহজে ঘটে যা সঠিক উত্তর: ক. সহজে বোঝা যায় না যা ১৭। ‘কন্যা’ শব্দের বেশি প্রচলিত সমাথর্ক শব্দ কোনটি? ক. দুহিতা খ. তনয়া গ. মেয়ে ঘ. সুতা সঠিক উত্তর: গ. মেয়ে ১৮। ভারতীয় আযর্ ভাষার প্রাচীন ভাষাগুলোকে কী বলা হয়? ক. প্রাচীন ভারতীয় আযর্ ভাষা খ. পুরনো ভারতীয় আযর্ ভাষা গ. বতর্মান ভারতীয় আযর্ ভাষা ঘ. আধুনিক ভারতীয় আযর্ ভাষা সঠিক উত্তর: ক. প্রাচীন ভারতীয় আযর্ ভাষা ১৯। ‘ভাষার ধমর্ই বদলে যাওয়া।’ এর মাঝে ফুটে উঠেছে ভাষারÑ ক. পরিবতর্নশীলতা খ. স্থিরতা গ. চঞ্চলতা ঘ. স্থবিরতা সঠিক উত্তর: ক. পরিবতর্নশীলতা ২০। মধ্য ভারতীয় আযর্ ভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় যে ভাষাটিরÑ ক. সংস্কৃত খ. বৈদিক গ. প্রাকৃত ঘ. শ্লোক জাতীয় ভাষা সঠিক উত্তর: গ. প্রাকৃত ২১। ‘সহজে বোঝা যায় না’-এমন অথর্ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য? ক. শ্লোক খ. দুবোর্ধ্য গ. উদ্ভব ঘ. ভাষাতাত্তি¡ক সঠিক উত্তর : খ. দুবোর্ধ্য ২২। একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহৃত হতো? ক. সংস্কৃত খ. বৈদিক-সংস্কৃত গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি সঠিক উত্তর : গ. প্রাকৃত ২৩। ‘বাংলা ভাষার কথা’ প্রবন্ধটি ভাষার প্রতি কোন অনুভ‚তিকে উদ্বুদ্ধ করে? ক. দেশপ্রেম খ. সেবাব্রতী গ. হৃদ্যতা ঘ. ভালোবাসা সঠিক উত্তর : ক. দেশপ্রেম ২৪। ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’-এই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছেÑ র. এটি দৈনন্দিন জীবনের ভাষা রর. এটি সাধারণ মানুষের ব্যবহাযর্ ভাষা ররর. এটি উচ্চশ্রেণির ভাষা নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও রর মংডুর পথে ১। ‘মংডুর পথে’ কোন ধরনের রচনা? ক. ভ্রমণকাহিনী খ. আত্মজীবনী গ. গল্প ঘ. উপন্যাস সঠিক উত্তর : ক. ভ্রমণকাহিনী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে