শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী নিবার্চনে সাইবার যুদ্ধ হবে যশোরে এইচটি ইমাম

যশোর প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আগামী সংসদ নিবার্চনে সাইবার যুদ্ধ হবে। দলীয় নেতাকমীের্দর সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সবর্স্তরের নেতাকমীের্দর পাল্টা জবাব দিতে হবে। তিনি বলেন, ‘বঁাশের কেল্লার মতো নানা আইডি ব্যবহার করে দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করা হচ্ছে। তারা যদি মিথ্যা এক একটি লেখে, আপনার দশটি জবাব লিখুন। আপনারা কেন পিছিয়ে থাকবেন। আগামী নিবার্চনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংঘাতিক লড়াই হবে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে।’ শনিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা আওয়ামী লীগ আয়োজিত কমীর্ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে কমির্সভায় এইচটি ইমাম আরও বলেন, ‘আগামী নিবার্চনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এই নিবার্চন আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। জেতার জন্য আপনারা কাজ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে বিজয় আসবে না।’ তিনি বলেন, প্রত্যেক নিবার্চনী এলাকার প্রাথীের্দরকে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের তালিকা তৈরি করতে হবে। তাদেরকে চিনে রাখতে হবে। সরকারি কমর্কতার্র বাইরে এনজিও কিংবা ধমীর্য় প্রতিষ্ঠানের কাউকে নিবার্চনী দায়িত্ব পালন করতে দিবে না নিবার্চন কমিশন। প্রাথীের্ক একজন প্রধান নিবার্চনী এজেন্ট দিতে হবে। আর প্রাথীের্দর ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। নৌকার পক্ষে ভোট চাইতে হবে। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। কমির্সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা দুবর্ল নয়। তাদেরকে দমনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আগামী নিবার্চনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগকে বিজয়ী করব।’ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। কমীর্ সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে