শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্য নিয়ে এবার বঙ্গবীরের নতুন ফমুর্লা

যাযাদি রিপোটর্
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৭
বঙ্গবীর কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যে নিজেদের অংশগ্রহণ নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বিএনপি। এজন্য ‘বড় ধরনের ছাড়’ দেয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। তবে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ‘নতুন ফমুর্লা’য় আশাহত হতে পারেন বিএনপি নেতারা। জাতীয় ঐক্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সমথর্ন করে তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকে সমদূরত্বে রেখে জাতীয় ঐক্য গড়ার চেষ্টা চালানো হচ্ছে। শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ২০-৩০ দিনের জন্য শেখ হাসিনার পতন চাই না। অল্প দিনের জন্য শেখ হাসিনা কিংবা বতর্মান সরকারের পতন চাই না। আমরা সুষ্ঠু নিবার্চন চাই।’ দলের বধির্তসভার পর এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘নিবার্চনের পরিবেশ সৃষ্টি হলে আমরা নিবার্চনে অংশ নেব। এ ছাড়া শেষ দিন পযর্ন্ত জাতীয় ঐক্য চাইব।’ ড. কামাল ও বি. চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে বঙ্গবীর বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগকে সমদূরত্বে রেখে জাতীয় ঐক্য গড়তে চাচ্ছি। আমাদের ঐক্য শুভ-অশুভ হতে পারে, তবে জাতির ক্ষতি করবে না।’ জাতীয় ঐক্য আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে পারে নাÑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন কথা যথাথর্ বলেও মনে করেন এক সময়কার এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। জাতীয় ঐক্যের সঙ্গে সম্পৃক্ত একাধিক নেতার বক্তব্যের বিষয় সাংবাদিকরা দৃষ্টি আকষর্ণ করলে তিনি বলেন, ‘এখনো জাতীয় ঐক্য গঠন হয়নি। তাই কোনো সিদ্ধান্তও হয়নি। তারা যে বক্তব্য দিচ্ছেন, সেটা তাদের বক্তব্য।’ আর দড়ি টানাটানি যাই হোক কৃষক শ্রমিক জনতা লীগকে বাদ দিয়ে কিছু সম্ভব নয় বলেও দাবি করেন কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধুভক্ত খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলছি- বতর্মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদশর্ লালন করে না।’ এ ছাড়া নিবার্চন নিয়ে অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য তার দেয়ার এখতিয়ার নেই বলে মনে করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, এমনকি কোনো মন্ত্রী-এমপিরও এখতিয়ার নেই। এমন বক্তব্য শুধু নিবার্চন কমিশন দেবেন। এ সময় পাটির্র মহাসচিব হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে