মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
আইজিপির হুশিয়ারি

আন্দোলনের নামে অরাজকতা বরদাশত করা হবে না

যাযাদি রিপোটর্
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৭
ড. জাবেদ পাটোয়ারী

আসন্ন নিবার্চনকে সামনে রেখে আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না। যেকোন ধরনের অরাজকতা-নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদশর্ক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইজিপি বলেন, নিবার্চনকে সামনে রেখে যেন কোনো ধরনের অরাজকতা-নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। আন্দোলনের নামে কোনো হুমকি বা দেশকে অস্থিতিশীল করার কাযর্ক্রম বরদাশত করব না, কঠোর হাতে দমন করা হবে। জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বলেও জানান তিনি। নিবার্চনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতাকমীের্ক গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, গ্রেপ্তারের সঙ্গে নিবার্চন বা নেতাকমীর্র বিষয়টি সংশ্লিষ্ট নয়। আমরা কখনই কোনো নেতাকমীের্ক গ্রেপ্তার করি না, আমরা কোনো মামলার আসামি বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদেরই গ্রেপ্তার করি। তার কি পরিচয় রয়েছে আমরা সেটা দেখি না। স¤প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে আইন-শৃঙ্খলা খাতে সবচেয়ে বেশি দুনীির্তর কথা বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, টিআইবির রিপোটির্ট আমি পুরোটা দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে দেখেছি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি প্রতিবেদনটি কিভাবে করা হয়েছে, কার সঙ্গে কথা বলেছে এগুলো দেখবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে