logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  যাযাদি ডেস্ক   ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

ভারতের কাছ থেকে ভালো কিছু পাইনি :ট্রাম্প

ভারতের কাছ থেকে ভালো কিছু পাইনি :ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র খুব ভালো কিছু পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। সংবাদসূত্র : এএফপি

আগামী ২৪ ফেব্রম্নয়ারি দুই দিনের সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ফলে এই সময়ে তার এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রকৃতপক্ষে ওই মন্তব্যের মধ্য দিয়ে এখনই ভারতের সঙ্গে বড় ধরনের কোনো চুক্তিতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'তার প্রশাসন ভারতের সঙ্গে বড় ধরনের চুক্তিতে আগ্রহী। তবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়।'

ট্রাম্পের ইঙ্গিত অনেকটাই স্পষ্ট। তার আসন্ন ভারত সফরে হয়তো শেষ পর্যন্ত ওয়াশিংটন-দিলিস্ন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে না। তবে ট্রাম্প বলেছেন, 'ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। আমি চাইছি এ গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, বরং পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে।'

ট্রাম্পের ভারত সফর ঘিরে দুই দেশের মধ্যে বড় ধরনের একটি বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলে আসছিল। এই চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কি না তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনও চুক্তি হবে।' ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী ব্যক্তি হচ্ছেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার। এরইমধ্যে গুঞ্জন উঠেছে, দিলিস্নতে ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন না তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে