বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বইমেলায় তারকাদের একগুচ্ছ বই

প্রতিবারের মতো এবারের একুশের বইমেলাতেও বেশ কয়েকজন তারকার বই প্রকাশ পাচ্ছে। এর মধ্যে যেমন অভিনয়শিল্পীরা আছেন, তেমনি আছেন সংগীতশিল্পীরাও। তাদের নিয়ে তারার মেলার আজকের আয়োজন
মাসুদুর রহমান
  ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০
আবুল হায়াত

আবুল হায়াত

ছোট ও বড় পর্দার গুণি অভিনেতা আবুল হায়াত লেখালেখি করেন অনেক আগে থেকেই। গত বছরও তার উপন্যাস গ্রন্থ 'বিষফল' প্রকাশিত হয়েছিল অমর একুশে গ্রন্থমেলায়। তার আগেরবার প্রকাশিত হয়েছিল তিনটি বই। এবারের বইমেলাতেও আসছে তার তিনটি বই। 'দুটি বই গল্পের ও একটি নাটকের। গল্পের বই দুটি হলো 'টাইম ব্যাংক' ও 'আষাঢ়ে'। এ ছাড়া পাঁচটি নাটকের স্ক্রিপ্ট সংকলন নিয়ে নাটকের বই 'প্রিয় অপ্রিয়'। এই অভিনেতা বলেন, 'সেই ইন্টারমিডিয়েটে পড়া সময় থেকেই লেখালেখি করি। অভিনয়ের পাশাপাশি লেখার অভ্যাসটা এখনো রয়েগেছে।

\হআসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তার গান ছুঁয়ে গেছে কোটি কোটি শ্রোতার মন। প্রায় দুই যুগের ক্যারিয়ার নিয়ে এখনো তরুণদের সঙ্গে পালস্না দিয়ে নতুন নতুন গান উপহার দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি চমক দেখিয়েছেন সিনেমার নায়ক হিসেবেও। এবার চমক দেখাবেন পর্দার বাইরে। আসছে বইমেলায় লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। 'অমর একুশে বইমেলা-২০২০'-এ আসিফের লেখা 'পোটকরা টু ম্যানহাটান' নামের একটি বই প্রকাশ হবে। কুমিলস্না জেলার তার নিজ গ্রাম 'পোটকরা' নিয়েই বইটি লেখা। বইটি বাজারে আনছে অন্যধারা প্রকাশনী।

পুতুল

অমর একুশে গ্রন্থমেলায় আসছে সংগীতশিল্পী পুতুলের নতুন বই 'কালো গোলাপের ভেতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত'। বইটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী। নতুন উপন্যাস প্রসঙ্গে পুতুল বলেন, 'বরাবরই আমার লেখার বিষয় নারীর মনস্তাত্ত্বিকতা। এবারো ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সমাজে একজন শুভ্র চামড়ার নারীর যতটুকু মূল্যায়ন হয় তারও দ্বিগুণ অবহেলিত হয় একজন কালো বর্ণের নারী।' তিনি আরো বলেন, '?একজন কালো বর্ণের নারীর বহু গুণ থাকা সত্ত্বেও শুধু গায়ের রঙের কারণে তাকে নানান অবজ্ঞা-নির্যাতনের শিকার হতে হয়। এটা এখনো আমাদের সমাজের বড় একটা সমস্যা। এ সমস্যার মধ্য দিয়ে একজন কৃষ্ণসুন্দরীর প্রকৃত সৌন্দর্যের নির্যাস আমার এবারের বইয়ে তুলে ধরেছি।'

লোপা হোসাইন

লোপা এবারের বইমেলায় আসছে সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসাইনের তৃতীয় কাব্যগ্রন্থ 'আমার একটা তুমি চাই'। মাসব্যাপী মেলার প্রথম দিকে দেশ পাবলিকেন্স থেকে বইটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন লোপা। সেই সঙ্গে একই প্রকাশনী সংস্থা থেকে প্রকাশ পাবে তার স্বামী সীরাজুম মনিরের কাব্যগ্রন্থ 'নিশিক্ত'। এটা তার প্রথম বই। এর আগে ২০১৫ সালে বইমেলায় প্রাকাশ পায় লোপার প্রথম গ্রন্থ 'যে অন্ধত্বে ভালোবাসা' (কাব্যগ্রন্থ) এবং ২০১৬ সালে প্রকাশিত হয় উপন্যাস 'তোমার অপেক্ষায়'। লোপা বলেন, 'গত তিন বছর আমার কোনো বই প্রকাশিত হয়নি। কারণ আমার ল্যাপটপ নষ্ট হওয়াতে সেখান থেকে অনেক লেখা হারিয়ে যায়। হারিয়ে যাওয়া সেই লেখাগুলো খুঁজতে খুঁজতেই এত দেরি। যদিও হারিয়ে যাওয়া সব লেখা পাওয়া যায়নি।'

নায়লা নাঈম

বাংলাদেশের সর্বাধিক আলোচিত মডেল নায়লা নাঈমের জনপ্রিয়তা যে শুধু বাংলাদেশেই এমনটা কিন্তু নয়। দেশের সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তা বিশ্বসীমা ছুঁয়েছে বহু আগেই। তবে খোলামেলা ছবির কারণে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি। সব আলোচনা সমালোচনা ছাপিয়ে নিজের মডেলিং ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে যাচ্ছেন আলোচিত এই ডেন্টিস্ট কাম মডেল। এবার তিনি শিরোনাম হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার জীবনী। 'নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট-১' নামে এই বইটি লিখেছেন প্রখ্যাত লেখক এবং চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির। গ্রন্থিক প্রকাশনী থেকে প্রকাশ করা হবে এই বইটি।

আশনা হাবিব ভাবনা

অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন অভিনেত্রী ভাবনা। গত দুই বছর ধরে বইমেলায় তার 'গুলনেহার' ও 'তারা' নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস প্রকাশের পরপরই তা নাট্যরূপে টিভি পর্দায় আসে। আগামী বইমেলার জন্যও লিখেছেন। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল। বাবা লেখালেখি করতেন। তা দেখে নিজের মধ্যেও আগ্রহ তৈরি হয়। স্কুল-কলেজে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা ও গল্প লিখতাম। বিভিন্ন পত্রিকাতেও আমার লেখা ছাপা হয়েছে। তখন তারকা ছিলাম না বলেই বিষয়টি আলোচনায় আসেনি। দুই বছর ধরে আলোচনা আসছে। এবারের বইমেলাতেও আমার নতুন বই প্রকাশিত হবে। এটিও উপন্যাস। লেখা এখনো শেষ হয়নি। শেষের দিকে। খুব শিগগিরই লেখা শেষ হয়ে যাবে। তবে প্রকাশের আগে নাম বলা যাবে না।'

অভিনেত্রী শানারেই দেবী শানু

শানু দীর্ঘদিন ধরেই সাহিত্যচর্চা করছেন। সেই ধারাবাহিকতায় বই প্রকাশের ব্যাপারেও নিয়মিত। ২০১৭ সালের বইমেলায় তার প্রথম কবিতার বই 'নীল ফড়িং কাব্য' প্রকাশিত হয়। ২০১৮ সাল বের হয় তিনটি বই 'এপিটাফ', 'অসময়ের চিরকুট' ও 'ত্রিভুজ'। গত বছর প্রকাশিত হয়েছিল উপন্যাস 'একলা আকাশ' এবং শিশুতোষ গল্পের বই 'শানারেই ও তার জাদুর লেইত্রেং'। এবারের বইমেলায় আসছে তার 'লিপস্টিক' নামের উপন্যাসসহ একাধিক বই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85505 and publish = 1 order by id desc limit 3' at line 1