শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
মেহজাবিন

টেলিভিশনের অপরিহার্য একটি নাম

তারার মেলা রিপোর্ট
  ২৪ অক্টোবর ২০১৯, ০০:০০
মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী। বতর্মান টিভি নাটকের অপরিহার্য একটি নাম। লাক্স তারকা হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি আসল তারকা হিসেবেই জ্বলজ্বল করছেন শোবিজের আকাশে। নাটক ও বিজ্ঞাপনের ক্ষেত্রে চলমান সময়ের সবচয়ে চাহিদাসম্পন্ন তারকা এখন মেহজাবিন। আর ১০ জন তারকার মতো একসঙ্গে সবকিছুর সঙ্গে মেলাতে চান না তিনি। অন্যদের মতো হুটহাট সিদ্ধান্ত বদল করার পক্ষেও তিনি নেই। নেই চলচ্চিত্র কিংবা টিভি উপস্থাপনার ঝোঁকও। মাঝে মাঝে দুয়েকটা বিজ্ঞাপনচিত্র ছাড়া ক্যারিয়ারের শুরু থেকেই একমনে কেবল নাটকেই অভিনয় করে যাচ্ছেন তিনি। ঠিক যেন বহতা নদীর মতো নিজস্ব গতিতে ছুটে চলছেন এই লাক্সসুন্দরী। চলতে চলতে এরই মধ্যে নিজেকে বেশ বড়োসড়ো একটা পস্নাটফর্মে নিয়ে গেছেন তিনি।

এতদিন ব্যক্তিগত বিষয় কিংবা প্রেম-ভালোবাসা নিয়ে গুঞ্জন-গুজব না থাকলেও বর্তমানে মাঝে মাঝেই নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। কিছুদিন আগে একটি অশ্লীল 'মেহজাবিন' শিরোনামের ভিডিও ভাইরাল হওয়ার পর চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা যাচ্ছে, বসুন্ধরা সিটি থেকে হাত ধরে বের হচ্ছেন। যার হাত ধরে বের হচ্ছেন তিনি গুণী নির্মাতা আদনান আল রাজীব। এই ভিডিও দেখে কেউ বলছেন, প্রেমিক- প্রেমিকা, কেউ বলছেন, স্বামী-স্ত্রী। ভিডিওটির সত্যতা স্বীকার করে মেহজাবিন বলেছেন, বসুন্ধরায় অনেক মানুষের ভিড়ে নিজেকে অসহায় লাগছিল, তখন রাজীবকে দেখে আমার সাহস সঞ্চার হয়। এ কারণে তার হাত ধরেছি। এটা নিয়ে ডালপালা ছড়ানোর কিছু নেই। যদিও এই রাজীবের সঙ্গে মেহজাবিনের সম্পর্ক নিয়ে আগেও বেশ কয়েকবার গুজব উঠেছিল, কিন্তু বরাবরই রাজীবকে বন্ধু বলে দাবি করে আসছেন এই মডেল অভিনেত্রী।

মেহজাবিন জানান, তারকাখ্যাতি পেলে এরকম অনেক অপপ্রচার ও গুজবের মুখোমুখি হতে হয়- এটা তিনি স্বীকার করেন। তবে এগুলো নিয়ে বাড়াবাড়ি হলে ক্যারিয়ার ও কাজের ক্ষতি হয়। এখন থেকে আরও সতর্ক হয়ে পথ চলতে হবে। তিনি বলেন, 'আপাতত প্রেম-ভালোবাসা এমনকি বিয়ে নিয়ে আমার কোনো চিন্তাভাবনাই নেই। কাজের মধ্যেই ডুবে থাকতে চাই আরও কিছুদিন।'

\হমেহজাবিনের কাছ থেকে জানা গেল, গত সপ্তাহে তিনি তরুণ মেধাবী নাট্যপরিচালক মহিদুল মহিমের পরিচালনায় 'ইনসিকিউরিটি' নাটকের কাজ শেষ করেছেন। এ নাটকটির গল্প ভাবনা মাসুদুল আলমের এবং রচনা-পরিচালনা মহিদুল মহিমের। একই পরিচালকের আরো দুটি নাটকের কাজ করছেন তিনি ২০ অক্টোবর থেকে। গত মঙ্গলবার শেষ করেছেন 'ফ্ল্যাট বি টু'র কাজ। গতকাল বুধবার থেকে শুরু করেছেন 'জেব্রা ক্রসিং' নাটকের কাজ। এবারই প্রথম একই পরিচালকের তিনটি নাটকে টানা কাজ করছেন মেহজাবিন চৌধুরী। নাটকগুলোতে কাজ করা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, 'মহিম ভাই যেহেতু নিজেই নাটক রচনা করেন তাই ভিন্ন ধরনের গল্প নিয়ে ভাবনা থাকে তার। যে কারণে একটু ভিন্ন ধরনের গল্পই পেয়ে থাকি তার কাছে। আর নির্দেশক হিসেবে তার ভাবনার জায়গাটায় বেশ নতুনত্বই আছে। জেনে বুঝে গুছিয়ে কাজ করার চেষ্টা করেন। দর্শকে একটি ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করেন। 'ইনসিকিউরিটি', 'ফ্ল্যাট বি টু', 'জেব্রা ক্রসিং'-তিনটি নাটকেরই গল্প সুন্দর। প্রচারে এলে নিশ্চয়ই দর্শকের ভালো লাগবে। তিনটি নাটকই শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। মহিম ভাইয়ের নির্দেশনায় অনেক নাটকের কাজ করেছি। তার মধ্যে 'গোলাপি কামিজ', 'মন বদল' ও 'ভাই প্রচুর দাওয়াত খায়', 'রং বদল', 'আনোয়ার দ্য প্রোডাকশন বয়', 'লাভ বাবু', 'এই শহরে ভালোবাসা নেই', ও 'প্রশংসায় পঞ্চমুখ' ইত্যাদি।

নাটকের পাশপাশি মেহজাবিন বিজ্ঞাপনও করে যাচ্ছেন সমানতালে। চলতি সপ্তাহেই মেহজাবিন চৌধুরী একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী হিসেব রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরদৌসের সঙ্গে কাজ করলেন তিনি। এ বিষয়ে মেহজাবিনের ভাষ্য, ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতার সঞ্চার হলো। তিনি অনেক বড় মাপের তারকা। তাদের সঙ্গে কাজ করা মানেই ভিন্ন এক অনুভূতি। তা ছাড়া 'বিজ্ঞাপনটির কনসেপ্টও অনেক ভালো। আশা করি, প্রচারে আসার পর সবার ভালো লাগবে।' এ ছাড়াও এরই মধ্যে নাফিজের পরিচালনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। অচিরেই বিজ্ঞাপন দুটি প্রচারে আসবে বলে জানালেন মেহজাবিন।

বর্তমান নাটক নিয়ে মেহজাবিন বলেন, 'আমাদের প্রধান সংকট এখন গল্প। আমাদের অনেক নাট্যকার আছে, কিন্তু ভালো নাট্যকারের অভাব। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই এখন সক্রিয়। অনেকে সোশ্যাল মিডিয়ায় নাটকের রিভিউ লেখেন। নাটক ভালো হচ্ছে না জানান। আমি তাদের কাছে অনুরোধ করি আপনারা নাটকের সমালোচনা করুন। একইসঙ্গে ছোট একটা গল্প লিখে আমাকে দেন। ভালো গল্প হলে আমি সেই গল্পে কাজ করব। আমাদের নির্মাতারা এখন ফেসবুকে সব সময় থাকেন। তাদেরও গল্প দিতে পারেন। আপনাদের গল্প থেকেই অনেক ভালো নাটক নির্মাণ হতে পারে। তাহলেই মানহীন নাটকের সংখ্যা কমে যাবে। যারা নিয়মিত গল্প লিখছেন তাদের ওপর চাপ অনেক কমবে। ভালো গল্প পাচ্ছি না বলেই আমাদের বারবার একই রকম চরিত্রে-গল্পে অভিনয় করতে হচ্ছে। সবকিছুর সমাধান আছে। আমি মনে করি, নাটকের এই সমস্যাও দূর হয়ে যাবে।'

টিভি নাটকের অনেকেই চলচ্চিত্রে অভিনয় করলেও আপনার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? উত্তরে মেহজাবিন বলেন, 'প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা স্বপ্ন থাকে চলচ্চিত্রে। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে বরাবরই ছিল। তবে এমন কোনো চিত্রনাট্য দিয়ে শুরু করতে চাই, যা দশর্কদের মনে গেঁথে থাকবে। নাটক বাছাইয়ের সময়েও তেমনটাই আমি খেয়াল রাখি। বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো কোনো চিত্রনাট্য পেলে এ বছর দর্শকরা আমাকে বড়পর্দায় দেখতে পারবেন আশা করি।'

তবে চলচ্চিত্রে অভিনয় না করলেও নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি নাচ কিন্তু থেমে নেই তার। বিভিন্ন অনুষ্ঠানেই নাচতে দেখা যায় তাকে। তিনি বলেন, 'অনেকেই অনেক কিছু করে মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য। নাচ আমার এমনই একটি কাজ, যে কাজটি করলে আমি মানসিকভাবে শান্তি পাই। আর যেখানে আমি নাচি বিশেষ করে নাচের স্টেজে যখন আমি উঠি, তখন আমি অন্যরকম একটা অনুভূতি পাই। এতগুলো মানুষের সামনে আমাকে নাচতে হবে। আমার নাচ সবাই দেখছে, এই যে একটা ভালো লাগা, এটা আসলে বলে বোঝানোর মতো আমার কাছে কোনো ভাষা নেই। নাচটা আমি সারাজীবন করে যেতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<72446 and publish = 1 order by id desc limit 3' at line 1