বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নায়িকার গোপন তথ্য প্রকাশের হুমকি

তারার মেলা ডেস্ক
  ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক দীপ্তি নাভালের গোপন বিভিন্ন তথ্য প্রকাশের হুমকি দেওয়া হয়েছে। গত সপ্তাহে এক ই-মেইলের মাধ্যমে দীপ্তি নাভালকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে যদি ই-মেইল প্রেরকের বরাবর ৫ হাজার ৬০০ ডলার অথবা ৩ লাখ ৯০ হাজার রুপি দিতে হবে, অন্যথায় দীপ্তি নাভালের সাচর্ করা ইন্টারনেটের যাবতীয় তথ্য ফঁাস করে দেওয়া হবে। এই ই-মেইলে দীপ্তি নাভালের ই-মেইলের ইউজারনেম ও পাসওয়াডর্ দেওয়া হয়। পরদিন বুধবার পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন দীপ্তি নাভাল। তার অভিযোগের ব্যাপারে এরই মধ্যে দ্রæত পদক্ষেপ নেয়া হয়েছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ ও মামলার তদন্ত কমর্কতার্ রীতেশ ভাটিয়া বলেন, ‘এ ধরনের ই-মেইল সবার এড়িয়ে যাওয়া উচিত? আপনার সঠিক ইউজার নেম, পাসওয়াডর্ ই-মেইলে লেখা রয়েছে মানে এই নয় যে, তার কাছে আপনার তথ্য, ব্রাউজিং হিস্ট্রি কিংবা কোনো ভিডিও আছে? এ ধরনের মেলওয়্যার স্ক্যাম ই-মেইলে কমবেশি সবাই পেয়ে থাকেন। তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযোগ তারা নিয়মিত পান। তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7116 and publish = 1 order by id desc limit 3' at line 1