logo
শনিবার ২৩ মার্চ, ২০১৯, ৯ চৈত্র ১৪২৫

  তারার মেলা ডেস্ক   ০৯ আগস্ট ২০১৮, ০০:০০  

সঞ্জয় দত্তকে নিয়ে ওয়েব সিরিজ

সম্প্রতি বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নিমির্ত সিনেমা ‘সঞ্জু’ বড় পদার্য় ব্যাপক সাফল্য পেয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির কথা এখন সবার মুখে মুখে।

গত ২৯ জুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ইতিমধ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার রেকডর্ ভেঙে বলিউডে সবচেয়ে বেশি ব্যবসা করা চতুথর্ সিনেমার স্থান দখল করে নিয়েছে ‘সঞ্জু’।

সম্প্রতি একটি আন্তজাির্তক ডিজিটাল স্ট্রিমিং প্লাটফমর্ সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠানকে তার জীবনী নিয়ে তিন পবের্র ওয়েব সিরিজ নিমাের্ণর প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর তথ্যমতে, ‘সঞ্জু’র মাধ্যমে দশর্ক সঞ্জয় দত্তের জীবনের এক ঝলক দেখতে পেয়েছে। তবে ওয়েব সিরিজের মাধ্যমে তার জীবনের বিষয়গুলো আরও বড় পরিসরে দেখানো হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে