logo
মঙ্গলবার ১৫ অক্টোবর, ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬

  তারার মেলা ডেস্ক   ১১ জুলাই ২০১৯, ০০:০০  

হত্যা করা হয়েছিল শ্রীদেবীকে!

মৃতু্যর দেড় বছর পর আবারও সংবাদের শিরোনাম হলেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। প্রশ্ন উঠেছে তার অকাল প্রয়াণ কি নিছকই আকস্মিক মৃতু্য, নাকি খুন হয়েছিলেন? আর যদি খুনই হয়ে থাকেন, এর নেপথ্যে কে? ২০১৮ সালের ২৪ ফেব্রম্নয়ারি দুবাইয়ে সপরিবারে আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই বিলাসবহুল হোটেলের গোসলখানায় বাথটবে ডুবে মৃতু্য হয় 'সাদমা' অভিনেত্রীর। ফরেনসিক রিপোর্টে এভাবে উলেস্নখ করা হলেও হিসাব মেলাতে পারেননি অনেকেই। দাবি করেন, ঠান্ডা মাথায় পরিকল্পনামাফিক খুন করা হয়েছিল শ্রীদেবীকে। এ ঘটনার সঙ্গে হয়তো তার স্বামী বনি কাপুরই জড়িত, এমনও গুজব চালু আছে। নায়িকার মৃতু্য নিয়ে মামলা দায়ের হয়। কিন্তু তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া না যাওয়ায় মামলা শেষ করে দেয় পুলিশ। ২০১৮ সালে মে মাসে ভারতের শীর্ষ আদালতের তরফেও খারিজ করে দেয়া হয় এই মামলা। সম্প্রতি শ্রীদেবীর মৃতু্য রহস্যে ঢিল ছুড়েছেন কেরালা জেলের ডিজিপি ঋষিরাজ সিং। জানান, তার বন্ধু ড. উমাদাথন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃতু্যর কারণ জানতে চান ঋষিরাজ। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। তার ভাষ্য, 'আমার অনুমান, সম্ভবত এই মৃতু্য স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনাজনিত মৃতু্যও নয়। হতে পারে শ্রীদেবীকে খুন করা হয়েছে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে