শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমালোচনার কবলে আরফান নিশো

বিনোদন রিপোর্ট
  ১১ জুলাই ২০১৯, ০০:০০

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরান নিশোকে নিয়ে সমালোচনা হচ্ছে। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলেন নিশো। তার ভাষ্যমতে, যদি বিনোদন মাধ্যমের কাজ হয় শিক্ষা দেয়া, তবে দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কেন? তাই ব্যঙ্গ করে সবাইকে শিক্ষামূলক নাটক বানানোর আহ্বান করেন অভিনেতা আফরান নিশো।

সমালোচনার শুরু হয় নাটকে অশ্লীল সংলাপ নিয়ে। কিছুদিন আগে আফরান নিশো ও তানজিন তিশা জুটির 'এক্স বয়ফ্রেন্ড' নাটকটি মুক্তি পায়। এতে দেখা যায় আফরান নিশো তিশাকে বলছেন, 'শালির ঘরে শালি, একদম নড়বি না। মাইরা ফেলব..শালির ঘরে শালি...'। একই নাটকে 'ধরাধরি করতে ভালো লাগতেছে? চল উপরে চল...ধরাধরি করি'- এমন সংলাপও বলতে দেখা গেছে। এ ছাড়াও গত ঈদে প্রকাশিত হওয়া একই জুটির আরেকটি নাটক 'দ্যা এন্ড'তে অশ্লীল সংলাপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরান নিশোকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই মনে করছেন, নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে এ অভিনেতা যাচ্ছেতাই সংলাপ ব্যবহারে রাজি হচ্ছেন। সামাজিকভাবে এসব সংলাপের প্রভাব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তার।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরান নিশোর কাছে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এভাবে- 'আপনার নিজের এসব সংলাপযুক্ত নাটক কি আপনার সন্তানের সামনে বসে দেখতে পারবেন?

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামালোচকদের কড়া ভাষায় জবাব দেন অভিনেতা আফরান নিশো। সমালোচকদের ব্যঙ্গ করে তিনি লেখেন, 'আসুন আমরা শিক্ষামূলক নাটক বানাই, শিক্ষার হার বাড়াই। প্রতিটি নাটক হয়ে উঠুক শিক্ষামূলক।' এই লাইটি লিখে জুড়ে দেন হাসির ইমো।

আফরান নিশো আরও লেখেন, 'ফ্যামিলি, বাবা-মা, স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় সব হবে বন্ধ। বিনোদন সেক্টর এর দায়িত্ব, তারাই তো দেখাবে পথ, বাড়াবে শিক্ষার হার।'

এর পরেও কথা থেকে যায়। বিনোদন মাধ্যম থেকে কেউ একাডেমিক শিক্ষা চায় না। পরিবার নিয়ে নাটকগুলো দেখতে চায় সবাই। তাই অভিনেতা থেকে শুরু করে নাটক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি দর্শকদের প্রত্যাশা নাটকের ভাষা হোক সাবলীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57586 and publish = 1 order by id desc limit 3' at line 1