শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৭ জুন ২০১৯, ০০:০০

উচ্ছ্বসিত শাহনূর

\হ

তারার মেলা রিপোর্ট

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল চিত্রনায়িকা শাহনূর অভিনীত এবং জয় সরকার পরিচালিত বহুল আলোচিত 'ইন্দুবালা' সিনেমাটি। শুধু ছাড়পত্রই নয়, সিনেমার গল্প এবং শাহনূরের অভিনয়েরও প্রশংসা করেছে সেন্সরবোর্ড। এ কারণে অনেকটাই উচ্ছ্বসিত শাহনূর। সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। শাহনূর বলেন, 'ইন্দুবালা এরই মধ্যে আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে সিনেমাটি। ধন্যবাদ ইন্দুবালার নির্মাতা জয় সরকারকে। কারণ তার আন্তরিক চেষ্টাতেই আমি এই সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরেছি।'

নির্মাতা জয় সরকার জানান শিগগিরই 'ইন্দুবালা' সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন মাসুম আজিজ। সিনেমাটির জন্য গান লিখেছেন সুদীপ কুমার দীপ, পস্নাবন কোরেশী, দেলোয়ার আরজুদা শরফ। গানের সুর করেছেন আলী আকরাম শুভ, পস্নাবন কোরেশী ও অভি আকাশ। গান গেয়েছেন সালমা, এফ এ সুমন, বেলাল খান, সানিয়া রমা, পুলক। জয়পুরহাট, গাজীপুরের বিভিন্ন মনোরশ লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার জীবনের সাফল্যগাঁথা নিয়েই নির্মিত হয়েছে 'ইন্দুবালা' সিনেমাটি। এই সিনেমায় আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, আনিসুর রহমান মিলন, আশিক চৌধুরী, সাদেক বাচ্চু, মাসুম আজিজ'সহ আরো অনেকে।

ভিন্ন রূপে মেহজাবীন

তারার মেলা রিপোর্ট

ছোট পর্দায় নতুন নতুন রূপ ও চরিত্র নিয়ে নিয়মিত হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। হালের আলোচিত এই অভিনেত্রী প্রথমবারের মতো জীর্ণ রূপে অভিনয় করছেন একটি নাটকে। নাম 'পতঙ্গ'।

গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবীন লিখেছেন 'পতঙ্গ'।

ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন তিনি। পুরো ছবিতে ফুটে ওঠেছে অসহায়ত্বের ছাপ। ছবিতে লাইক পড়েছে ১৯ হাজার। শেয়ার করেছেন ১৬২ জন। সবাই বিস্মিত ছবিটি দেখে। মন্তব্যের ঘরও বেশ ভারী।

হাসিবুল ইসলাম শুভ নামে একজন লিখেছেন, 'সত্যি আপু অসাধারণ কিছু একটা পেতে যাচ্ছি। যা সব কিছুকে হার মানাবে।' আর একজন লিখেছেন, 'এটাই অভিনয়'।

বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। এদিকে, গেল ঈদেও 'বড় ছেলে' খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বেশকিছু নাটক আলোচিত হয়েছে। এর মধ্যে উলেস্নখযোগ্য নাটকগুলো হলো, 'ভাইয়া', '২২শে এপ্রিল', 'শেষটা সুন্দর', 'মুঠোফোন', 'প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা', 'টম অ্যান্ড জেরি ২', 'আনোয়ার দ্য প্রডাকশন বয়', 'এই শহরে ভালোবাসা নেই', 'আগুন' ইত্যাদি।

জেমস বন্ডের জ্যামাইকা অভিযান

তারার মেলা ডেস্ক

জেমস বন্ডের নতুন সিনেমার দৃশ্য ধারণ চলছে। নাম চূড়ান্ত না হলেও ছবিটিকে আপাতত ডাকা হচ্ছে 'বন্ড ২৫' নামে। নিয়ম ভেঙে ছবির দৃশ্য ধারণের কিছু দৃশ্য প্রকাশ করা হয়েছে অনলাইনে।

জেমস বন্ডের অফিসিয়াল পেইজ থেকেই শেয়ার করা হয়েছে ভিডিওটি। এক মিনিটের এই ভিডিওতে অনেক কিছুরই ধারণা পাওয়া যায়।

ছবির অধিকাংশ দৃশ্য ধারণ হচ্ছে জ্যামাইকাতে। দেশটির রাস্তায় গাড়ি চালাতে দেখা গেছে ডেনিয়েল ক্রেগ তথা জেমস বন্ডকে। ভিডিওতে যে আবহ সংগীত ব্যবহার করা হয়েছে সেটাও জ্যামাইকান সংগীত। ভিডিওর অনেক জায়গাতেই জ্যামাইকানদের দেখা গেছে। জেমস বন্ড সিরিজের অতি পরিচিত চরিত্র ফিলিং লাইটার। এই চরিত্রে অভিনয় করছেন জেফরি রাইট। তাকেও দেখা গেছে এক মিনিটের ভিডিওটিতে। আর জেমস বন্ডকে দেখা গেছে ক্যাজুয়াল লুকে। 'বন্ড ২৫' ছবিতে জেমস বন্ড হিসেবে ডেনিয়েল ক্রেগকে দেখা যাবে শেষবারের মতো। অন্যদিকে প্রথমবারের মতো আমেরিকান কোনো পরিচালক নির্মাণ করছেন বন্ড সিরিজের সিনেমা। পরিচালকের নাম ক্যারি জোজি ফুকুনাকা। বড় সাফল্যের কোনো ছবি পরিচালনা না করলেও তিনিই এবারের বন্ডের ক্যাপ্টেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55437 and publish = 1 order by id desc limit 3' at line 1