মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেমন হবে স্পর্শিয়ার সিনেমা যাত্রা!

ক্যারিয়ারে যখন তার চাহিদা তুঙ্গে, ঠিক তখনই প্রেম ও বিয়ে সংক্রান্ত জটিলতায় পড়ে সবকিছু এলোমেলো হয় যায়। পুরোপুরি উধাও হয়ে যান মিডিয়া থেকে। সম্প্রতি আবার ফিরে এসেছেন তিনি অতীতের খামখেয়ালি আর ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে। অতীত ভুলে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন স্পর্শিয়া...
রায়হান রহমান
  ২৩ মে ২০১৯, ০০:০০
অর্চিতা স্পর্শিয়া

অনেকটা ঝড়ের গতিতেই মিডিয়ায় আগমন। একের পর এক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনের মাধ্যমে মাত্র কয়েকদিনেই তারকাখ্যাতি পেয়ে যান। কিন্তু তারপরের গল্পটা একদমই আলাদা। ক্যারিয়ারে যখন তার চাহিদা তুঙ্গে, ঠিক তখনই প্রেম ও বিয়ে সংক্রান্ত জটিলতায় পড়ে সবকিছু এলোমেলো হয় যায়। পুরোপুরি উধাও হয়ে যান মিডিয়া থেকে। সম্প্রতি আবার ফিরে এসেছেন তিনি। অতীতের খামখেয়ালি আর ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে। অতীত ভুলে আবার নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন স্পর্শিয়া।

পুরো নাম অর্চিতা স্পর্শিয়া। তরুণ এই মডেল অভিনেত্রী নিজের আকর্ষণীয় শারীরিক সৌন্দর্য আর মুখাবয়ব দিয়ে খুব সহজেই জয় করে নিয়েছেন নির্মাতা ও দর্শকের মন। ছোটপর্দার এই পরিচিত মুখ এবার হাজির হচ্ছেন নায়িকা রূপে, বড় পর্দায়। অসম প্রেমনির্ভর এই সিনেমাটি শুরুতে মুক্তি পাওয়ার কথা ছিল গত পহেলা বৈশাখে। কিন্তু শেষ পর্যন্ত ঈদেই মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন সিনেমার পরিচালক অনন্য মামুন। এতে স্পর্শিয়া জুটি বেঁধেছেন তারিক আনাম খানের সঙ্গে। এ বিষয় স্পর্শিয়া বলেন, 'কাজটি করা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আমি আসলে এত কিছু ভেবে কাজ করি না। গল্প পড়ে ভালো লাগায় পরিচালককে হঁ্যা বলে দিয়েছি। আমার কাছে মনে হয়, আমাদের দর্শকরা অনেক বেশি পরিপক্ক। তারা সমসাময়িক গল্প গ্রহণ করতে পারে। আবার বসন্ত বাস্তব জীবনের গল্পই বলবে। আর তারিক আনাম খানের সঙ্গে আমার বোঝাপড়াটা আগেই ছিল। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। তিনি খুবই আন্তরিক একজন মানুষ। আমরা হৈ-হুলেস্নাড় করে শুটিং করেছি।'

প্রথমবারের মতো নায়িকা রূপে আর্বিভূত হতে যাচ্ছেন। চাপ নিশ্চয় আছে। সামলাচ্ছেন কি করে? এমন প্রশ্নের উত্তর শুরু করলেন দুই বার 'না' বলে। 'চাপ বলতে কিছুই নেই। আমি এত চাপ নিয়ে কাজ করতে পারি না। সব সময় সাবলিল থেকে অভিনয় করে যেতে চাই। আর 'নায়িকা' বিষয়টা আমার সঙ্গে যায় না। আমি অভিনেত্রী হয়েই অভিনয় চালিয়ে যেতে চাই। তবে প্রথমবারের মতো আমার কাজ বড় পর্দায় আসছে, ভালো লাগা তো আছেই।'

এক দিকে ঈদ, অন্যদিকে হলে নিজের প্রথম ছবি। ঈদের আনন্দ তো বেড়ে গেল। এ কথা শুনো হেসেই খুন এই অভিনেত্রী। বলেন, 'যখন মাসের তিরিশ দিনই নাটকে কাজ করেছি, তখন ঈদ মানে আমার কাছে ঘুমানো দিন ছিল। এবার তো ঘুমালে চলবে না। যেহেতু নিজের ছবি মুক্তি পাচ্ছে, সুতরাং হলে যাব, ছবি দেখব। এটা সত্যি এই ঈদ আমার জন্য বিশেষ কিছু। লম্বা সময় ধরে বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করেছি। এবার দর্শকের মাঝে হাজির হওয়ার পালা।'

চলচ্চিত্রের জন্য লম্বা সময়ের প্রস্তুতি! তার মানে চলচ্চিত্রেই বুঁদ হতে চাইছেন? 'আসলে বড় পর্দায় কাজের ইচ্ছা সবার থাকে। আমারও ছিল, আছে। এখন কিন্তু চলচ্চিত্রের আদল পরিবর্তন হচ্ছে। ভালো ছবি তৈরি হচ্ছে। আর একেকটি ছবির জন্য যথেষ্ট সময় দিতে হয়। ফলে টিভি নাটকে সময় দিতে পারিনি। যে কোনো একটি মাধ্যমে ঠিক ঠাক কাজ করতে চেয়েছিলাম। দুই মাধ্যমে কাজ করে নিজেকে জগাখিচুরি বানাতে চাই না', বললেন স্পর্শিয়া।

হাফ ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুক্তি পাচ্ছে কেবল একটি। এমনটি কেন হলো? উত্তরে এ অভিনেত্রী বলেন, 'হুম। এ পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছি। তার মধ্যে প্রথম চলচ্চিত্রটি হয়তো কোনো দিনও মুক্তি পাবে না। তবে এ বছরই পরপর অনেকগুলো ছবি মুক্তি পাওয়ার কথা। আবার বসন্তের পর মুক্তি পাওয়ার দৌড়ে এগিয়ে আছে 'কাঁঠবিড়ালী' ও 'মানুষের বাগান'। এ দুটি সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।'

'উইথ স্পর্শিয়া' নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। অনুষ্ঠানটির বিষয়বস্তু কি? 'মূলত ইনফরমাল আড্ডা হবে এখানে। এটি আমার ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করা। মিডিয়ায় যারা আমার কাছের বন্ধু, তারা আসবে আমার অনুষ্ঠানে। আমরা মন-প্রাণ খুলে আড্ডা দেব। থাকবে সমসাময়িক কিছু বিষয়ে আলোচনাও।

স্পর্শিয়ার আড্ডার কথা শুনতে শুনতে আমাদের আড্ডার সময় ফুরলো। তবে সব কিছু ছাপিয়ে স্পর্শিয়া নিয়মিত হোক পর্দায়, এটাই ভক্তদের একমাত্র চাওয়া-পাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50627 and publish = 1 order by id desc limit 3' at line 1